গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
মিলিটারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
কেনটাকির ট্রিগ কাউন্টিতে একটি আর্মি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানান, প্রাথমিকভাবে জানা গেছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ও এতে হতাহতও হয়েছে। এটি খুব খারাপ সংবাদ।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১টা ৩৫ মিনিটে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত নয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ফোর্ট ক্যাম্পবেল মিলিটারি বেইজ কর্তৃপক্ষ তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ট্রেনিং মিশনের দুইটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
তবে ঠিক কতোজন মিলিটারি সদস্য হেলিকপ্টার দুইটিতে ছিল তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে ১০১ এয়ারবোর্ন ডিভিশন এর সদস্যরা দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে।
এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তীতে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন