প্রথম রাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করলো মন্টানা
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ব্যক্তিগত ডিভাইসে টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে মন্টানা।
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটডান্সের মালিকানাধীন টিকটক। এর বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এই নিষেধাজ্ঞাকে আইনে রূপান্তর করেছেন গভর্নর গ্রেগ জিয়ানফোর্টে। জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
এদিকে এই ঘোষণার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, মন্টানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বিলটি SB 419 হিসেবে পরিচিত। ৫৪ ভোটের মধ্যে ৪৩টি ভোট পেয়ে আইনটি পাশ হয়েছে। টিকটকের বিরুদ্ধে ভোটাভুটির আগে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে চীনের সরকার দ্বারা টিকটক ব্যবহারকারীদের উপর নজরদারি।
এছাড়া তরুণ ব্যবহারকারীদের উপর এর নেতিবাচক প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আইনপ্রণেতারা দাবি করেন, এই অ্যাপ ব্যবহারের ফলে ব্যবহারকারীরা বিপদজনক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। যেমন চলন্ত গাড়িতে কিছু ছুঁড়ে মারা বা আয়নায় আগুন লাগিয়ে শরীরের যে কোনো অঙ্গ দিয়ে সেটি নিভানো।
এই আইনের ফলে অ্যাপ স্টোরে টিকটক অ্যাপ থাকা নিষিদ্ধ হয়েছে। তবে যারা ইতোমধ্যে ব্যবহার করা শুরু করেছে তাদের উপর এটি বলবত নয়।
এই আইন ভাঙলে ১০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। মন্টানা ডিপার্টমেন্ট অব জাস্টিস এই জরিমানা ধার্য্য করবে। তবে এই জরিমানা ব্যক্তিগত ব্যবহারকারী নয় বরং প্রতিষ্ঠানকে বহন করতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন