যুক্তরাষ্ট্রে ২ বছরের ছেলের গুলিতে নিহত অন্তঃসত্ত্বা মা
যুক্তরাষ্ট্রের ওয়াইও অঙ্গরাজ্যের নরওয়াক শহরে ২ বছরের শিশুর ছোড়া গুলিতে অন্তঃসত্ত্বা মা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। ৩১ বছর বয়সি মায়ের সঙ্গে সঙ্গে গর্ভে থাকা অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে। খবর: সিএনএন’র।
গত ১৬ জুন দুপুর ১টার পরপরই পুলিশের নম্বরে কল করেন এক অন্তঃসত্ত্বা নারী, যার দুই বছর বয়সি ছেলে তার পিঠে গুলি করেছিল। ফোন করেই ওই নারী জানিয়েছিলেন, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে এসব তথ্য জানায়। এর কিছুক্ষণ পরই বাড়ির বাইরে থাকা ওই নারীর স্বামী ৯১১ জরুরি নম্বরে কল করেন এবং চিৎকার করে সহযোগিতার আহ্বান জানান।
পুলিশ কর্মকর্তারা বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দরজা ভেতর থেকে তালা দেওয়া ছিল। ভেতরে ঢুকে পুলিশ মা এবং তার ছেলেকে মূল শয্যা কক্ষের সামনের সিঁড়িতে দেখতে পায়। সেখানেই একটি পিস্তলও পড়ে ছিল। পুলিশকে ঘটনার বিস্তারিত বলেন ওই নারী। তখনও বেশ জ্ঞান ছিল তাঁর। পুলিশ আসার কিছু সময় পর বাড়িতে পৌঁছান ২৮ বছর বয়সি স্বামী। পরে সেখানেই নারীর মৃত্যু হলে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করে আট মাসের শিশুটিকে বের করা হয়। কিন্তু চিকিৎসকরা ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।
পুলিশ তল্লাশি চালিয়ে বাড়িটির মূল শয্যাকক্ষ থেকে ২ বছরের শিশুর ব্যবহৃত পিস্তলটির আরও ১২ রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলিসহ একটি মোসবার্গ ১২-গজ শটগান এবং কম্পিউটার কক্ষ থেকে একটি এয়ারসফট রাইফেল উদ্ধার করেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন