ঐতিহাসিক ফায়ারহাউজে আগুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ঐতিহাসিক ফায়ারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে সংস্কারের কাজ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ওল্ড ইঞ্জিন কোম্পানি নং ১২-এ আগুনের সূত্রপাত হয়।
এটি বর্তমানে ওয়াশিংটনের ব্লুমিংডেল পাড়ায় নর্থ ক্যাপিটল স্ট্রিটের পাশে একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। ফায়ার সার্ভিসের ২৫টি ট্রাক এবং ১২৫ জন অগ্নিনির্বাপক কর্মীর চেষ্টায় স্থানীয় সময় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিসি ফায়ার এবং ইএমএস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভানোর সময় সংকেত পাঠালে ঘটনাস্থল থেকে এক দমকল কর্মীকে উদ্ধার করা হয়।
ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র ভিটো ম্যাগিওলো ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গ্যাস লাইনের জ্বালানী থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সতর্কতামূলকভাবে তখন বেশ কয়েকটি সংলগ্ন বাড়ি খালি করা হয়েছিল। তবে রাত ৯ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন