যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
নিহতের স্মরণে কুয়েতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৭ জুলাই শনিবার স্থায়ী সময় রাত ৯টায় কুয়েত সিটির এক হোটেলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিএনপি জামাতের তাণ্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিপুলসংখ্যক আহত নেতাকর্মীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখা,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলা উদ্দিন আলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাক মিয়ার সঞ্চালনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ আজিজ, উপস্থিত ছিলেন আব্দুল হাই ভূঁইয়া, মাকসুদুর রহমান, হানিফ মিয়া, ইসমাইল হোসেন হাওলাদারসহ আরো অনেকে। পরিশেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন