হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। ইয়েমেনে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে এসব ধ্বংস করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমাদের বাহিনী সফলভাবে দুইটি ড্রোন, একটি স্থলভাগের নিয়ন্ত্রণ স্টেশন এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি হুথি।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা।বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালো মার্কিন বাহিনী।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন