গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
মার্কিন গোয়েন্দাদের যৌথ বিবৃতি: নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে রাশিয়া
ছবিঃ এলএবাংলাটাইমস
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়। মঙ্গলবার এমন অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দারা।
মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রতিপক্ষ দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়।
বিবিসির প্রতিবেদনের তথ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) যৌথ বিবৃতিতে এমনটা জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন