ভিয়েতনামী পিতা এক মাসেরও বেশি সময় ধরে আটক: ক্যালিফোর্নিয়ায় পরিবার বিচ্ছেদের আশঙ্কা
সরকারের শত শত কোটি ডলারের জালিয়াতি, প্রকাশে সহায়তা করবেন মাস্ক
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর ‘শত শত কোটি ডলার জালিয়াতি’ খুঁজে বের করতে সহায়তা করবেন ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন। সাক্ষাৎকারটি কিছু অংশ রোববার প্রচারিত হয়েছে। বাকি অংশ দেশটির জাতীয় ফুটবল লীগের চূড়ান্ত ম্যাচ বা সুপার বোল ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে স্থানীয় সময় সোমবার সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রচারিত অংশে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ চায় ‘আমি অপচয় খুঁজে বের করি’। ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ অপ্রয়োজনীয় ব্যয় নির্মূল করতে ‘দুর্দান্তভাবে সহায়তা করছে’।
ট্রাম্প বলেন, ‘আমরা শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছি। আপনারা জানেন, এ জন্যই জনগণ আমাকে নির্বাচিত করেছেন।’
তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণকারী ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে এরই মধ্যে অনেকগুলো নির্বাহী আদেশে সই করেছেন। সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দিয়েছেন মহাশূন্য-বিষয়ক প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে। তাঁকে করা হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) বা সরকারি দক্ষতা বিভাগের প্রধান। ডিওজিইর প্রধান হওয়ায় দেশটির লাখো নাগরিকের ব্যক্তিগত ও আর্থিক খাতের ডেটা মাস্কের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাম্প যেসব প্রকল্প বন্ধ করতে চাইছেন, সেগুলোর মধ্য থেকে বেশ কিছুর গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প মনে করেন, প্রকল্পগুলো বন্ধ বা সংকুচিত করা উচিত। কিন্তু বিভিন্ন প্রকল্পে ব্যাপক জালিয়াতির বিষয়েও এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেননি ট্রাম্প।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন