আপডেট :

        ‘ভবিষ্যতের চাকরিতে সেরা ডিগ্রি নয়, এআই ও যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ’

        বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন ৮৩ সন্তানের ‘মা’

        পুরাতন ছবি পোস্ট করে ওমর সানীর আক্ষেপ

        ফুটবলে প্রথম নারী ম্যাচ কমিশনার

        রাষ্ট্রীয়ভাবে উদযাপন হবে হুমায়ূন আহমেদের জন্মদিন: উপদেষ্টা ফারুকী

        ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, ইউক্রেন যুদ্ধের ইতি টানা এখন পুতিনের কাজ: ট্রাম্প

        ১১ বছর পর আবারও ক্যালিফোর্নিয়ার ম্যাকক্লেলান-পালোমার বিমানবন্দরে ফিরছে ইউনাইটেড এয়ারলাইনস

        লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (LAX) বিশাল নির্মাণ প্রকল্প: ফ্লাইট স্থানান্তর ও যাত্রীদের বাসে পরিবহন শুরু

        ক্যালিফোর্নিয়ায় বিদেশি ট্রাকচালকদের লাইসেন্স ইস্যু: ১৬০ মিলিয়ন ডলার অর্থ প্রত্যাহারের হুমকি পরিবহন সচিবের

        এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটে লস এঞ্জেলেসে ফ্লাইট বন্ধ

        উবার চালকদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ দিতে ৪,০০০ ডলারের রিবেট ঘোষণা

        মাদক নাকি শাসনব্যবস্থার সংস্কার, ট্রাম্পের ইচ্ছা কী?

        সরকার পদক্ষেপে রেমিট্যান্স পাঠাবার সুবিধা—পাসপোর্ট ফি কমানো হবে

        দম্পতির চক্রান্তে স্ত্রীর উপর দলবদ্ধ হা ম লা

        কাশির খেলা, ‘পদ্মা’ সেটে চাকরিপ্রার্থী ধরা পড়ল

        তত্ত্বাবধায়ক উপদেষ্টার সতর্কবার্তা—দলগুলো প্রস্তুত সংঘাতের জন্য

        অলরাউন্ডারের শীর্ষ দক্ষতা—মার্কসের ব্যাট ও বলের যাদু

        রোববার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ: আবহাওয়া পূর্বাভাস

        হঠাৎ বাড়ল এইচএসসি খাতার সংখ্যা, পরীক্ষা প্রস্তুতিতে চাপ

        প্রধান বিচারপতির সতর্কবার্তা—ন্যায়বিচারে ব্যর্থ হলে রাষ্ট্র দুর্বল হয়

ট্রাম্প প্রশাসনের প্রথম ভিসা বুলেটিন: দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য সুখবর, ধর্মীয় কর্মীদের জন্য ধাক্কা

ট্রাম্প প্রশাসনের প্রথম ভিসা বুলেটিন: দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য সুখবর, ধর্মীয় কর্মীদের জন্য ধাক্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম ভিসা বুলেটিন প্রকাশ করেছে, যেখানে কর্মসংস্থান-ভিত্তিক দ্বিতীয় (EB-2) ও তৃতীয় (EB-3, অদক্ষ শ্রমিক) ক্যাটাগরির গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য সামান্য অগ্রগতি হয়েছে। তবে, কর্মসংস্থান-ভিত্তিক চতুর্থ (EB-4) ক্যাটাগরির ধর্মীয় কর্মীদের জন্য এটি এক বড় ধাক্কা।

মার্কিন অভিবাসন ও নাগরিকত্ব পরিষেবা (USCIS) ঘোষণা করেছে যে মার্চ মাসে কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য ফাইলিং তারিখ ব্যবহার করা হবে না, যার ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আবেদনকারীদের চূড়ান্ত সিদ্ধান্ত তারিখের (Final Action Dates) উপর নির্ভর করতে হবে। এর ফলে, EB-3 দক্ষ কর্মী ও EB-4 বিশেষ অভিবাসীরা, বিশেষ করে ধর্মীয় কর্মীরা, দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হবেন।

EB-1 আবেদনকারীদের জন্য ইতিবাচক দিক

USCIS-এর তথ্যমতে, প্রথম-শ্রেণীর কর্মসংস্থান-ভিত্তিক ভিসা (EB-1) প্রাপ্তির যোগ্য হতে হলে আবেদনকারীকে অসাধারণ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, বিশিষ্ট অধ্যাপক বা গবেষক, অথবা কোনো নির্দিষ্ট বহুজাতিক কোম্পানির নির্বাহী বা ব্যবস্থাপক হতে হবে। এই ক্যাটাগরির জন্য অগ্রাধিকার তারিখ বর্তমান থাকায়, আবেদনকারীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও বিদেশ থেকে সরাসরি I-140 ফর্মের সঙ্গে গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। তবে, দূতাবাসের ভিসা ব্যাকলগের কারণে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ব্যক্তিরা সাক্ষাত্কারের জন্য অপেক্ষা করতে হতে পারে।

 EB-2 ও EB-3 আবেদনকারীদের জন্য সামান্য অগ্রগতি

কর্মসংস্থান-ভিত্তিক দ্বিতীয় শ্রেণীর (EB-2) জন্য, মার্চ মাসের জন্য চূড়ান্ত তারিখ ১৫ মে, ২০২৩ নির্ধারিত হয়েছে, যা ফেব্রুয়ারির ১ এপ্রিল, ২০২৩ থেকে সামান্য অগ্রসর হয়েছে।

একইভাবে, EB-3 দক্ষ কর্মীদের মধ্যে যারা ১ ডিসেম্বর, ২০২২ বা তার আগে শ্রম প্রত্যয়ন (Labor Certification) জমা দিয়েছেন এবং অনুমোদন পেয়েছেন, তারা মার্চ মাসে I-485 ফাইল করতে পারবেন। তবে, যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ভিসা আবেদনকারীদের জন্য অগ্রাধিকার তারিখে কোনো পরিবর্তন আসেনি।

EB-3 অদক্ষ শ্রমিকদের জন্য, চূড়ান্ত তারিখ ১ ফেব্রুয়ারি, ২০২১ নির্ধারিত হয়েছে, যা পূর্ববর্তী ৮ ডিসেম্বর, ২০২০ থেকে দুই মাস এগিয়েছে। এটি অদক্ষ শ্রমিকদের জন্য ইতিবাচক খবর, কারণ এটি তাদের I-485 গ্রিন কার্ডের আবেদন দ্রুত জমা দেওয়ার সুযোগ দিচ্ছে।

EB-4 ধর্মীয় কর্মীদের জন্য বড় ধাক্কা

অন্যদিকে, ধর্মীয় কর্মী ও অন্যান্য EB-4 বিশেষ অভিবাসীদের জন্য এটি এক হতাশার সংবাদ। তাদের চূড়ান্ত তারিখ প্রায় ১৮ মাস পিছিয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে এই তারিখ ১ জানুয়ারি, ২০২১ থাকলেও, মার্চের আপডেটে এটি পিছিয়ে ১ আগস্ট, ২০১৯ করা হয়েছে। ফলে, শুধুমাত্র ১ আগস্ট, ২০১৯ বা তার পূর্বের অগ্রাধিকার তারিখের আবেদনকারীরা গ্রিন কার্ডের জন্য সাক্ষাৎকার বা আবেদন করতে পারবেন।

USCIS-এর তথ্যমতে, EB-4 ক্যাটাগরিতে ধর্মীয় কর্মীদের পাশাপাশি বিশেষ অভিবাসীদের বিভিন্ন গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে:

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পূর্ণকালীন, বেতনের ধর্মীয় কর্মীরা।

বিশেষ অভিবাসী কিশোর-কিশোরীরা, যারা নির্যাতন, অবহেলা বা পরিত্যাগের শিকার হয়েছে।

মার্কিন সংস্থা USAGM-এর সম্প্রচারকর্মীরা।

G-4 আন্তর্জাতিক সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী ও তাদের পরিবার।

NATO-6 অসামরিক কর্মচারী ও তাদের পরিবার।

যুক্তরাষ্ট্র সরকারের জন্য বিদেশে কর্মরত কর্মচারী ও তাদের পরিবার।

মার্কিন সেনাবাহিনীতে সম্মানজনকভাবে সেবা প্রদানকারী সদস্যরা।

পানামা খাল কোম্পানি বা ক্যানেল জোন সরকারের প্রাক্তন কর্মচারীরা।

১৯৭৮ সালের ৯ জানুয়ারির পূর্বে যুক্তরাষ্ট্রে কর্মরত নির্দিষ্ট চিকিৎসকগণ।

অপরাধী চক্র বা সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদানকারী ব্যক্তিরা (S nonimmigrants) ।

মার্চ মাসের ভিসা বুলেটিনে EB-2 ও EB-3 অদক্ষ কর্মীদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও, ধর্মীয় কর্মী ও EB-4 ক্যাটাগরির অন্যান্য বিশেষ অভিবাসীদের জন্য এটি এক ধাক্কা হয়ে এসেছে। তারা এখন আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হবেন। মার্কিন অভিবাসন নীতির পরিবর্তনের ফলে ভবিষ্যতে কী অপেক্ষা করছে, সেটি দেখার বিষয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত