বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
আমেরিকা উপসাগর’ না বলায় এপিকে ওভাল অফিসে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন
ছবিঃ এলএবাংলাটাইমস
মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মানতে অস্বীকৃতি জানানোয় ওভাল অফিস ও এয়ার ফোর্স ওয়ানে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এপি’র ‘দায়িত্বজ্ঞানহীন ও অসৎ প্রতিবেদন’ প্রকাশ নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, এরা আমেরিকা উপসাগরের আইনি ভৌগলিক নাম পরিবর্তনকে উপেক্ষা করে চলেছে।
ভবিষ্যতে ওভাল অফিস ও এয়ারফোর্স ওয়ানে এখন কয়েক হাজার সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হবে বলেও জানান তিনি। বিশেষ করে যাদের এসব গুরুত্বপূর্ণ স্থানে রিরোর্ট করতে বাধা দেওয়া হয়েছিল।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সরকার এই জলাশয়ের নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' রাখবে। সরকারি সংস্থাগুলোতেও এই পরিবর্তন কার্যকর হয়েছে।
সিএনএন জানিয়েছে, অন্যান্য দেশ নতুন নামটি স্বীকৃতি দেয়নি। এপির বিশ্বজুড়ে গ্রাহক রয়েছে, তাই তারা এখনো 'মেক্সিকো উপসাগর' বলে। বিশ্বের অন্যান্য সংবাদমাধ্যমও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহে হোয়াইট হাউস এপিকে একঘরে করে দিয়েছে এবং প্রেসিডেন্টের অনুষ্ঠানে তাদের সাংবাদিকদের নিষিদ্ধ করেছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন