বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
রাশিয়ায় গ্রেপ্তারকৃত মার্কিন নাগরিক ক্যালোব বায়ার্স মুক্ত
ছবিঃ এলএবাংলাটাইমস
মস্কোর একটি বিমানবন্দরে মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক ক্যালোব বায়ার্সকে মুক্তি দিয়েছে রাশিয়া, মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে।
২৮ বছর বয়সী ওহাইওর বাসিন্দা ক্যালোব বায়ার্সকে গত ৭ ফেব্রুয়ারি ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়, যখন তার লাগেজে গাঁজা মিশ্রিত মিষ্টি পাওয়া যায় বলে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের তথ্যানুযায়ী, বায়ার্স এখন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই মুক্তিকে "রাশিয়ার একটি ইতিবাচক পদক্ষেপ" বলে অভিহিত করেছেন। তবে, তারা আবারও মার্কিন নাগরিকদের রাশিয়ায় ভ্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, "রাশিয়ায় বসবাসরত বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত, যেমনটি আমাদের লেভেল ৪ ‘ডু নট ট্রাভেল’ উপদেশে উল্লেখ করা হয়েছে।"
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ইস্তাম্বুল থেকে মস্কো আসার সময় বায়ার্সকে আটক করা হয়। বিমানবন্দরের কর্মকর্তাদের তিনি জানান, তার কাছে থাকা গাঁজা মিশ্রিত মিষ্টিগুলো একজন মার্কিন চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছিল, যার শাস্তি পাঁচ থেকে দশ বছর কারাদণ্ড এবং দশ লাখ রুবল (প্রায় ১০,৯০০ ডলার) জরিমানা হতে পারত।
বায়ার্সের মা, টোনিয়া শুলার, ফেসবুকে এক পোস্টে জানান, তার ছেলে মৃগীরোগে (এপিলেপসি) ভুগছিলেন এবং সেই কারণে চিকিৎসার জন্য গাঁজা-ভিত্তিক ওষুধ গ্রহণ করতেন।
তিনি আরও জানান, "সে গুরুতর মৃগীরোগে আক্রান্ত এবং তার চিকিৎসার অংশ হিসেবে মারিজুয়ানা/টিএইচসি/সিবিডি ব্যবহার করত। আটকের পর আট দিন সে ওষুধ ছাড়া ছিল।"
বায়ার্স তার রুশ বাগদত্তা নাইদা মাম্বেটোভার সঙ্গে ইস্তাম্বুল থেকে মস্কো যাচ্ছিলেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মাম্বেটোভাকেও একই অভিযোগে আটক করা হয়েছিল।
ফেসবুকে এক আপডেটে শুলার জানান, মাম্বেটোভাকেও মুক্তি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ বাতিল করা হয়েছে। তবে বিবিসি স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।
বায়ার্সকে এমন সময় মুক্তি দেওয়া হলো, যখন সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনার কয়েক ঘণ্টা বাকি ছিল।
সোমবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "আমরা রাশিয়ান-মার্কিন সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আলোচনা করতে চাই, তাই কিছু ঘটনার মূল্যায়ন এই প্রসঙ্গে করা যেতে পারে।"
মার্কিন পররাষ্ট্র দপ্তর আশা প্রকাশ করেছে যে রাশিয়া আরও দুই মার্কিন নাগরিক, স্টিফেন হববার্ড ও ক্সেনিয়া খাভানার মুক্তির বিষয়েও বিবেচনা করবে। তারা দুজনই ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত অভিযোগে রাশিয়ায় আটক রয়েছেন।
সম্প্রতি রাশিয়ায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে। কিছু পশ্চিমা কর্মকর্তার মতে, রাশিয়া মার্কিন নাগরিকদের আটকে রেখে ভবিষ্যতে বন্দি বিনিময়ের জন্য "পুঞ্জীভূত" করছে।
গত সপ্তাহে, ২০২১ সালে আটক মার্কিন নাগরিক মার্ক ফোগেলকে রাশিয়া বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়। তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র রুশ নাগরিক আলেকজান্ডার ভিন্নিককে মুক্তি দেয়।
গত কয়েক বছরে মুক্তি পাওয়া অন্যান্য মার্কিন নাগরিকদের মধ্যে রয়েছেন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গেরশকোভিচ এবং সাবেক মার্কিন মেরিন পল হুইলান।
বর্তমানে অন্তত ১০ জন মার্কিন নাগরিক রাশিয়ার কারাগারে রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন:
গর্ডন ব্ল্যাক: এক মার্কিন সেনা সার্জেন্ট, যিনি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে ভ্লাদিভোস্টক গিয়েছিলেন এবং পরে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
রবার্ট উডল্যান্ড: রাশিয়ায় জন্মগ্রহণকারী ও পরে মার্কিন দত্তকপ্রাপ্ত এক ইংরেজি শিক্ষক, যিনি মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডিত হয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন