বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
বেলিজের বিলাসবহুল সমুদ্র সৈকত রিসোর্টে তিন মার্কিন নারীর মৃতদেহ উদ্ধার
ছবিঃ এলএবাংলাটাইমস
বেলিজের পুলিশ তিনজন তরুণ মার্কিন নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত করছে, যাদের মৃতদেহ গত সপ্তাহান্তে একটি বিলাসবহুল সমুদ্র সৈকত রিসোর্টের হোটেল কক্ষে পাওয়া গেছে।
শনাক্ত হওয়া তিন নারী হলেন ২৩ বছর বয়সী কউতার নাক্কাদ, ২৪ বছর বয়সী ইমান মাল্লাহ এবং ২৬ বছর বয়সী ওয়াফায় এল-আরার। তাদের মৃতদেহ শনিবার সকালে বেলিজের সান পেদ্রোতে অবস্থিত রয়্যাল কাহাল বিচ রিসোর্ট থেকে উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, নারীদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া এবং সম্ভাব্য ওভারডোজের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হোটেল কক্ষ থেকে অ্যালকোহল ও গামি (চিবানোর মিষ্টি) পাওয়া গেছে। পুলিশ কমিশনার এক বিবৃতিতে বলেছেন, "আমরা এর আগে গামির কারণে স্বাস্থ্যঝুঁকির ঘটনা দেখেছি, যেখানে এগুলো পুনরায় বিক্রি করা হয়েছে এবং মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে।"
ময়নাতদন্ত মঙ্গলবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, হোটেলের নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে, যেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন নারীকে হোটেলে প্রবেশ করতে দেখা গেছে, তবে এরপর তাদের আর বাইরে যেতে দেখা যায়নি।
পুলিশ জানিয়েছে, ফুটেজে নারীদের কক্ষে কেউ প্রবেশের দৃশ্যও দেখা যায়নি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে হাউজকিপিং কর্মীরা দরজা নক করলেও কেউ সাড়া দেননি, ফলে তারা ফিরে যান।
অনুমান করা হচ্ছে, মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এই তিন নারী মূলত মরক্কোর বংশোদ্ভূত ছিলেন, তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রিভিয়ার শহরে বসবাস করতেন।
রিভিয়ার শহর কর্তৃপক্ষ সোমবার তাদের ফেসবুক পেজে এক বার্তায় বলেছে, "বেলিজে ট্র্যাজিক ও অপ্রত্যাশিতভাবে প্রাণ হারানো আমাদের তিন স্থানীয় নারীর পরিবার ও বন্ধুদের প্রতি রিভিয়ার শহরের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে।"
শেয়ার করুন