বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
ছবি: এলএবাংলাটাইমস
ডোমিনিকান রিপাবলিকে বসন্তের ছুটিতে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া ইউনিভার্সিটি অব পিটসবার্গের শিক্ষার্থী সুদিক্ষা কোনানকির (২০) সন্ধানে দ্বিতীয় সপ্তাহেও অভিযান চালানো হচ্ছে।
কে এই সুদিক্ষা কোনানকি?
সুদিক্ষা কোনানকি ইউনিভার্সিটি অব পিটসবার্গের একজন শিক্ষার্থী, যেখানে তিনি জীববিজ্ঞান ও রসায়ন নিয়ে পড়াশোনা করছেন।
তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। তার পরিবার ভার্জিনিয়ার লাউডন কাউন্টির চ্যান্টিলিতে বসবাস করে।
বসন্তের ছুটিতে তিনি পাঁচজন বান্ধবীর সঙ্গে ডোমিনিকান রিপাবলিকের পুন্টা কানার একটি রিসোর্টে বেড়াতে যান।
কোথায় শেষবার দেখা গিয়েছিল?
৬ মার্চ ভোর ৪টার দিকে তাকে সর্বশেষ একটি হোটেলের সামনে দেখা যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সুদিক্ষা তার বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতের দিকে যাচ্ছেন। তিনি পাঁচজন নারী ও দুইজন আমেরিকান পুরুষের সঙ্গে ছিলেন।
পুলিশ জানিয়েছে, সুদিক্ষা ও তার সঙ্গীরা সৈকতে যান, কিন্তু বাকিরা ফিরে গেলেও তিনি একজন পুরুষের সঙ্গে সেখানে থেকে যান।
ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার এক সংবাদ সম্মেলনে বলেন, সুদিক্ষার সঙ্গী ব্যক্তি জানিয়েছেন, তারা সৈকতে থাকাকালীন একটি বড় ঢেউ তাদের আঘাত করে।
সুদিক্ষার সঙ্গে শেষবার থাকা ব্যক্তি হলেন মিনেসোটার সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী জোশুয়া রিইবে। তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা আশা করছে সুদিক্ষা দ্রুত খুঁজে পাওয়া যাবে।
তদন্তকারীরা কী বলছেন?
ডোমিনিকান পুলিশ জানিয়েছে, তারা সুদিক্ষার সন্ধানে কয়েক ডজন ঘণ্টা ব্যয় করেছে।
তল্লাশি এলাকাগুলো ভাগ করে সেখানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। সমুদ্রে বিভিন্ন বস্তু শনাক্ত করতে এআই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।
তল্লাশি দল সমুদ্র ও স্থলভাগে কাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি। সৈকতে রক্ত বা সংঘর্ষের কোনো আলামতও মেলেনি।
ইউনিভার্সিটি অব পিটসবার্গ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI), মাদকবিরোধী সংস্থা (DEA), হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
ইন্টারপোলের সতর্কতা
সুদিক্ষার নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল একটি বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে।
ইন্টারপোলের 'ইয়েলো নোটিস' সাধারণত অপহরণ বা রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য ব্যবহৃত হয়।
তদন্ত ও অনুসন্ধান এখনও চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন