আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

কাশ প্যাটেলকে বরখাস্ত করে নতুন এটিএফ পরিচালক নিয়োগ

কাশ প্যাটেলকে বরখাস্ত করে নতুন এটিএফ পরিচালক নিয়োগ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলকে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত ব্যুরো (ATF)-এর ভারপ্রাপ্ত পরিচালক পদ থেকে সরিয়ে দিয়েছে বিচার বিভাগ। তার স্থানে নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কিন সেনাবাহিনী সচিব ড্যানিয়েল ড্রিসকল। বুধবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমে রয়টার্স এই খবর প্রকাশ করে, যদিও এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বুধবার বিকেল পর্যন্ত এটিএফ-এর ওয়েবসাইটে এখনো কাশ প্যাটেলের ছবি এবং তার পদবি ‘ভারপ্রাপ্ত পরিচালক’ হিসেবে দেখা যাচ্ছিল।

কাশ প্যাটেল ২৪ ফেব্রুয়ারি এটিএফ-এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে শপথ নেন, মাত্র তিন দিন আগে তিনি এফবিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। একজন ব্যক্তির হাতে একসাথে দুটি গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনার দায়িত্ব থাকা ছিল অস্বাভাবিক ঘটনা।

বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, কাশ প্যাটেলকে সরানোর সিদ্ধান্ত তার কাজের পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত নয়। তবে কেন তাকে সরানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। অন্যদিকে, সেনাবাহিনী সচিব ড্যানিয়েল ড্রিসকল এখন এটিএফ-এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি তার পূর্বের পদেও বহাল থাকছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তিনটি সূত্র।

ড্রিসকল বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। সপ্তাহের শুরুতে তিনি মধ্যপ্রাচ্যে ছিলেন।

এই পরিবর্তনের সময় ও প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও হোয়াইট হাউজের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেন, “কাশ প্যাটেলকে অস্থায়ীভাবে এটিএফ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল, যা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এমন পদে সাময়িক নিয়োগ সরকারের বিভিন্ন বিভাগেই দেখা যায়। বর্তমানে তিনি এফবিআই-এ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

গণঅস্ত্র ও অধিকার বিষয়ক নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অধিকারের ওপর জোর দিয়ে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছেন। এতে এটিএফ ছাড়াও বিচার বিভাগের অন্যান্য বিভাগ অংশগ্রহণ করছে। টাস্কফোর্সের মূল লক্ষ্য হচ্ছে দ্বিতীয় সংশোধনী অনুযায়ী নাগরিকদের অস্ত্র বহনের অধিকার রক্ষা করা।

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বাইডেন সরকারের সময় প্রণীত বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র নিয়ম পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এ সপ্তাহের শুরুতে এটিএফ তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাতিল করে, যা গুরুতর অপরাধে জড়িত অস্ত্র ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের আহ্বান জানাত।

নতুন নেতৃত্বের প্রভাবে এটিএফ-এর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে দেশের বৃহত্তম অস্ত্র ব্যবসায়ী সংগঠন NSSF ড্রিসকলের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছে, "তার নেতৃত্ব এটিএফ-এ সংস্কার ও আইন মানা নাগরিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

কাশ প্যাটেলকে এটিএফ-এর প্রধান করা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তার নিয়োগ সম্পর্কে অনেক এটিএফ কর্মকর্তা অবগত ছিলেন না। শপথ গ্রহণের দিনে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য এটিএফ সদর দফতর পরিদর্শন করেন এবং কর্মীদের সহিংস গ্যাং সদস্যদের গ্রেপ্তারে বেশি গুরুত্ব দিতে বলেন। এরপর থেকে আর তাকে সদর দফতরে দেখা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাবেক এটিএফ কর্মকর্তা পিটার ফরচেলি বলেন, “একটা এত গুরুত্বপূর্ণ সংস্থা এইভাবে রাজনৈতিক অস্থিরতার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা যেন এখন একটা ফুটবল হয়ে গেছে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত