উডল্যান্ড হিলসে রহস্যজনক মৃত্যুর ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে বাবা-মাকে খুন করে কিশোর, জানিয়েছে এফবিআই
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক হাইস্কুল শিক্ষার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজের মা ও সৎ বাবাকে খুন করেছে বলে জানিয়েছে এফবিআই।
১৭ বছর বয়সী নিকিতা কাসাপের বিরুদ্ধে তার মা তাতিয়ানা কাসাপ (৩৫) ও সৎ বাবা ডোনাল্ড মেয়ার (৫১)–কে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিলওয়াকির কাছে ওয়াওকেশা গ্রামে তাদের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
একটি নতুনভাবে উন্মুক্ত করা হয়েছে এমন অনুসন্ধান পরোয়ানায় বলা হয়েছে, কাসাপের মোবাইল ফোনে ‘অর্ডার অফ নাইন অ্যাঙ্গেলস’ নামক একটি নব্য নাৎসি গোষ্ঠী এবং হিটলারের প্রশংসাসূচক কনটেন্ট পাওয়া গেছে।
আদালতের নথি অনুযায়ী, তদন্তকারীরা কাসাপের কাছে ট্রাম্পকে হত্যা ও সরকার পতনের পরিকল্পনা সংক্রান্ত ইহুদিবিদ্বেষী লেখালেখিরও খোঁজ পেয়েছেন।
কাসাপের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগসহ আরও সাতটি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে মরদেহ গোপন করা ও পরিচয় চুরি।
স্থানীয় কর্মকর্তারা দুই সপ্তাহ ধরে স্কুলে অনুপস্থিত থাকার পর ওই কিশোরের বাড়িতে গেলে তার বাবা-মায়ের মরদেহ খুঁজে পান। অভিযোগপত্র অনুযায়ী, ডোনাল্ড মেয়ারকে মাথায় গুলি করে হত্যা করা হয় এবং তাতিয়ানা কাসাপকে একাধিক গুলি করে হত্যা করা হয়, ধারণা করা হচ্ছে ঘটনাটি ১১ ফেব্রুয়ারির আশেপাশে ঘটে।
মরদেহ উদ্ধারের দিন কাসাপকে কানসাস অঙ্গরাজ্যে একটি ২০১৮ সালের ভলক্সওয়াগেন অ্যাটলাস গাড়ি চালাতে দেখে আটক করা হয়, যা মেয়ারের মালিকানাধীন ছিল। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মেয়ারের একটি স্মিথ অ্যান্ড ওয়েসন .৩৫৭ পিস্তল, চারটি ক্রেডিট কার্ড, মূল্যবান গয়না, একটি ভাঙা সেফ ও ১৪,০০০ ডলার নগদ অর্থ— যার বেশিরভাগ একটি বাইবেলের ভেতরে ছিল।
তদন্তকারীদের মতে, কাসাপ তার লেখা ও বার্তায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মনোভাব প্রকাশ করেছে এবং ট্রাম্পকে হত্যা করে একটি রাজনৈতিক বিপ্লব শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এই ডাবল হত্যা মূলত অর্থ ও স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে করা হয়েছে, যাতে করে কাসাপ তার পরিকল্পনা বাস্তবায়নে এগোতে পারে।
কোর্ট ডকুমেন্টে বলা হয়েছে, কাসাপ রাশিয়ার কিছু ব্যক্তির সঙ্গে তার পরিকল্পনা নিয়ে কথা বলছিল। সে একটি ড্রোন ও বিস্ফোরক কিনেছিল এবং ইউক্রেনে পালানোর পরিকল্পনাও করেছিল।
তদন্তকারীরা লিখেছেন, "সে প্রেসিডেন্টকে হত্যা এবং মার্কিন সরকারকে উচ্ছেদের পরিকল্পনা নিয়ে অন্য পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিল।"
কাসাপের প্রাথমিক শুনানি ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এখনো সে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার বা অস্বীকার করেনি। তার পরবর্তী শুনানি এবং অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে ৭ মে, ওয়াওকেশা কাউন্টি কোর্ট অনুযায়ী। সে বর্তমানে ১০ লাখ ডলার বন্ডে কারাবন্দি রয়েছে।
এলএবাংলাটাইমস।/ওএম
শেয়ার করুন