আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবাসন ও অবকাঠামো উন্নয়নে ৫২ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা গভর্নর নিউজমের

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

কানাডা থেকে ফিরে আসার পর ব্যাখা ছাড়াই মার্কিন নাগরিক ও তার স্ত্রী আটক

কানাডা থেকে ফিরে আসার পর ব্যাখা ছাড়াই মার্কিন নাগরিক ও তার স্ত্রী আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

একজন মার্কিন নাগরিক অভিযোগ করেছেন, কানাডা সফর শেষে দেশে ফেরার পথে তিনি এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীদের হাতে ব্যাখা ছাড়াই কয়েক ঘণ্টা আটক হন।

বাচির আতাল্লা নামের ওই ব্যক্তি CNN-কে বলেন, তিনি এবং তার স্ত্রী জেসিকা রোববার সন্ধ্যায় কানাডায় পরিবারের সঙ্গে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে ফেরার পথে ভারমন্টের হাইগেট স্প্রিংস চেকপয়েন্টে মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (CBP) এজেন্টদের কাছে আটক হন।

লেবানন বংশোদ্ভূত আতাল্লা জানান, তাদের গাড়ি একটি সাইড পজিশনে পার্ক করতে বলা হয় এবং চাবি হস্তান্তর করতে বলা হয়। যখন তিনি জানতে চান কেন, তখন এক অফিসার বন্দুকের দিকে হাত দিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলেন। পরে তাকে হ্যান্ডকাফ করে একটি কক্ষে নিয়ে যাওয়া হয় এবং তার ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করা হয়। তার স্ত্রীকেও আলাদা একটি কক্ষে রাখা হয়।

"আমি যখন দেখলাম আমার স্ত্রীর চোখের মাসকারা কান্নায় গলে পড়ে গেছে, হৃদয়টা ভেঙে গিয়েছিল," বলেন আতাল্লা। "এটা কোনো মানবিক আচরণ ছিল না।"

আটকের সময় CBP কর্মকর্তারা আতাল্লার ফোনের পাসকোড চেয়ে নেন, এবং তিনি সেটি দেন। তবে বহু অনুরোধ সত্ত্বেও তাদের কেন আটক করা হয়েছে, তা জানানো হয়নি বলে দাবি করেন তিনি। এমনকি তাদের অধিকার সম্পর্কেও কিছু জানানো হয়নি বলে অভিযোগ।

CBP-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "এই ভ্রমণকারীর অভিযোগ মিথ্যা এবং অতিরঞ্জিত। কর্মকর্তারা প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী কাজ করেছেন।"

এদিকে হোয়াইট হাউসের একটি ব্যাপক বহিষ্কার অভিযানের জেরে সীমান্তে আগতদের মধ্যে উদ্বেগ বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি কিছু মার্কিন নাগরিককেও বিদেশি কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন, যা বিশেষজ্ঞদের মতে, আইনি ভিত্তিহীন।

আতাল্লা বলেন, “আমি সত্যিই আমার জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

তিনি আরও জানান, দীর্ঘ সময় আটকের পর তিনি বুকে ব্যথা ও মাথা ঘোরা অনুভব করেন এবং অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধ জানান। CNN-এর পর্যালোচনায় দেখা গেছে, রাত ৮টার দিকে জরুরি মেডিকেল সার্ভিস তাকে পরীক্ষা করে।

CBP তখন জানায়, যদি তিনি হাসপাতালে যান, একজন অফিসার তার সঙ্গে যাবে এবং পরে আবার কক্ষে ফিরিয়ে আনা হবে এবং পুরো প্রক্রিয়া নতুন করে শুরু হবে। তিনি তার স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

আতাল্লা বলেন, প্রথমে আটক হওয়ার সময় তিনি কর্মকর্তাদের বলেন যেন তার বোন সেলিন আতাল্লা, একজন অভিবাসন আইনজীবী, এর সঙ্গে যোগাযোগ করা হয়।

সেলিন আতাল্লার ফোনে রাত ৯টার দিকে একজন নিজেকে CBP কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়েসমেইল রেখে যান, যাতে বলা হয়, বাচির ও তার স্ত্রী "নিরাপদে" রয়েছেন এবং "আরও কিছুক্ষণ" সেখানে থাকবেন।

সেলিন বলেন, “ও আমার সাহায্য চেয়েছিল, ও যে ঠিক আছে – এটা জানানোর জন্য নয়।”

পরবর্তী সময়ে, আতাল্লা জানান, তারা রাত ১১টার দিকে ছাড়া পান। গাড়িতে উঠেই তারা আরবি ভাষায় বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদ।”

বর্তমানে আতাল্লা লেবাননে পরিবারের সঙ্গে রয়েছেন। CNN-কে তিনি বলেন, "আমি আশঙ্কা করছি, এই ঘটনার কথা প্রকাশ করার জন্য তারা প্রতিশোধমূলক কিছু করতে পারে।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত