আপডেট :

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

        বস্টনে কয়েক দেশের অভিবাসীদের নাগরিকত্ব শপথ স্থগিত

        মেট্রো কমিটি ৯১ ফ্রি‌ওয়ে প্রসারণের জন্য ৭ মিলিয়ন ডলার অনুমোদন করেছে

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিরুদ্ধে একযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। এই শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে, এমন অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক আরোপের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন ছাড়া শুল্ক আরোপ করা যায় না বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলাটি ইউনাইটেড স্টেটস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড-এ দায়ের করা হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছে, "তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে এক ধরনের ‘উইচ হান্ট’ পরিচালনায় ব্যস্ত, অথচ নিজ অঙ্গরাজ্যের জনগণের নিরাপত্তা ও মঙ্গল উপেক্ষিত হচ্ছে।"

হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই বলেন, "এই প্রশাসন জাতীয় নিরাপত্তার হুমকি, অবৈধ অভিবাসন ও ফেন্টানিল প্রবাহের বিরুদ্ধে এবং মার্কিন পণ্যের বার্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবেলায় সম্পূর্ণ আইনি ক্ষমতা ব্যবহার করেই কাজ করবে।"

ট্রাম্প তাঁর শুল্ক নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে ১৯৭০-এর দশকের একটি আইন - ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (IEEPA) ব্যবহার করেছেন। কিন্তু মামলায় বলা হয়েছে, এই আইন তাঁকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এর আগে কোনো প্রেসিডেন্ট এই আইনের অধীনে শুল্ক আরোপ করেননি বলেও কংগ্রেসনাল গবেষণায় উঠে এসেছে।

মামলায় বলা হয়েছে, “প্রেসিডেন্ট যদি নিজের সুবিধা অনুযায়ী যেকোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করে যেকোনো পণ্যের উপর শুল্ক আরোপ করতে পারেন, তবে তা সংবিধানিক ভারসাম্য নষ্ট করে ও অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে।”

এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যও আলাদাভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করেছে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতেই এসব শুল্ক আরোপ করা হয়েছে।

চলতি মাসের ২ এপ্রিল এক ‘লিবারেশন ডে’ অনুষ্ঠান থেকে তিনি “রেসিপ্রোকাল ট্যারিফ” ঘোষণা করেন, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। পরে প্রতিক্রিয়া দেখে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকর স্থগিত রাখার সিদ্ধান্ত নেন, এবং বেশিরভাগ দেশের জন্য হার কমিয়ে ১০% করেন। তবে চীনের ওপর এই ছাড় প্রযোজ্য হয়নি। বরং চীনের বিরুদ্ধে ১৪৫% শুল্ক আরোপ করা হয়।

এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বেড়ে গেছে এবং বৈশ্বিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। তবে বুধবার ট্রাম্প জানান, তিনি শিগগিরই চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান।

এছাড়াও মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ২৫% হারে শুল্ক আরোপ করা হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত