বয়স্কদের জন্য বিশেষ রাইডশেয়ার সার্ভিস চালু করল Lyft
ছবিঃ এলএবাংলাটাইমস
রাইডশেয়ারিং প্রতিষ্ঠান Lyft এবার যুক্তরাষ্ট্রজুড়ে একটি নতুন সার্ভিস চালু করছে, যা বিশেষভাবে বয়স্ক নাগরিকদের প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
৫ মে থেকে শুরু হচ্ছে ‘Lyft Silver’ নামের এই নতুন রাইডশেয়ার সেবা। এই সার্ভিসে থাকছে সহজ এবং ব্যবহারবান্ধব ডিজাইন, যাতে বয়স্ক মানুষ, বিশেষ করে যাঁরা বয়সজনিত কারণে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন—দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি কমে যাওয়া বা প্রতিক্রিয়া ধীর হয়ে যাওয়ার মতো সমস্যার কারণে—তাঁদের জন্য রাইড নেওয়া আরও সহজ হয়।
Lyft জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবসর গ্রহণের বয়সে পৌঁছানো মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী রাইডশেয়ারিং সেবায় বয়স্কদের অংশগ্রহণ বাড়ছে না। বর্তমানে প্রতি পাঁচজন আমেরিকানের একজনের বয়স ৬৫ বছরের বেশি, অথচ Lyft-এর গ্রাহকের মধ্যে এই বয়সসীমার মানুষ মাত্র ৫.৬%।
এই কর্মসূচির অংশ হিসেবে Lyft স্থানীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক স্বাস্থ্যসেবা সংস্থা AltaMed।
AltaMed এক বিবৃতিতে জানিয়েছে, “AltaMed-এর অনেক সিনিয়র রোগীর জন্য যাতায়াতের অভাব একটি বড় বাধা হয়ে দাঁড়ায় চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে। Lyft-এর এই নতুন উদ্যোগ আমাদের রোগীদের জন্য যুগান্তকারী সুবিধা আনতে যাচ্ছে, যাতে তারা সময়মতো ও সঠিক চিকিৎসা পেতে পারেন।”
সংস্থাটি আরও জানায়, ‘Lyft Silver’-এর মাধ্যমে তারা তাদের ‘Viva Gold’ সদস্যদের—যাঁদের বয়স ৬২ বছর বা তার বেশি এবং যাঁরা একাধিক দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত—ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাতায়াতের জন্য রাইড সুবিধা দেবে।
২০২৪ সালের আদমশুমারি তথ্য উদ্ধৃত করে Lyft জানায়, যাতায়াতের পর্যাপ্ত সুযোগ বয়স্কদের মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। যাঁরা পর্যাপ্ত পরিবহন সুবিধা পান বলে জানান, তাঁদের একাকিত্ব অনুভব করার সম্ভাবনা তিন গুণ কম হয় তাদের তুলনায়, যাঁদের সে সুবিধা নেই।
Lyft-এর এক কর্মকর্তা বলেন, “পরিবহন শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, এটি মানুষের সংযোগের একটি প্রধান চাবিকাঠি।”
এই সেবার মাধ্যমে Lyft চায় বয়স্ক নাগরিকদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সহজ এবং নিরাপদ রাইডশেয়ার অভিজ্ঞতা তৈরি করতে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন