ছেলের মৃত্যুর পরদিনই পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে পিতার বিরুদ্ধে মামলা
ছবিঃ এলএবাংলাটাইমস
নিজ ছেলের পুলিশ গুলিতে মৃত্যুর পরদিনই এক শেরিফের ডেপুটিকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে ওহাইওর বাসিন্দা রডনি হিন্টন জুনিয়র (৩৮)–এর বিরুদ্ধে গুরুতর হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। তাকে কোনো জামিন না দিয়ে আটক রাখা হয়েছে।
হিন্টনের আইনজীবীরা জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তাদের গুলিতে ১৮ বছর বয়সী ছেলে রায়ান হিন্টনের মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ দেখার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।
সিনসিনাটি পুলিশের প্রধান টেরেসা থিটজ বলেন, "এই দুটি ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে", যদিও নিহত ডেপুটির সঙ্গে অভিযুক্ত পিতার কোনো পূর্বপরিচয় ছিল না বলেও জানা গেছে।
রায়ান হিন্টন পুলিশের দাবি অনুযায়ী, একটি চুরি হওয়া গাড়ি তদন্তের সময় বন্দুক বের করলে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে, তবে তিনি সেটি দিয়ে গুলি ছুঁড়েছিলেন এমন কোনো প্রমাণ মেলেনি।
পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের বাইরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা এক ডেপুটিকে গাড়ি দিয়ে ধাক্কা দেন হিন্টন। এতে ঘটনাস্থলেই ওই কর্মকর্তা নিহত হন। তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
শনিবার আদালতে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়, "এই ঘটনা পূর্বপরিকল্পিত। হিন্টন ইচ্ছাকৃতভাবে তার গাড়ির গতি বাড়িয়ে ডেপুটিকে আঘাত করেন এবং তাকে হত্যা করেন।"
ঘটনাটি আদালতে তোলার সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
হিন্টনের আইনজীবী মাইকেল রাইট বলেন, শুক্রবার সকাল ১০টায় হিন্টন ও তার পরিবারের সদস্যরা আইনজীবীর অফিসে জড়ো হয়ে পুলিশ বডিক্যাম ফুটেজ দেখেন, যেখানে রায়ানকে গুলি করে হত্যা করতে দেখা যায়। তিনি জানান, ভিডিও দেখে হিন্টন "ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন" এবং পুরো ভিডিও দেখতে পারেননি।
তিনি আরও বলেন, "সিনসিনাটি পুলিশ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর হিন্টন নিজের গাড়িতে বের হয়ে যান। এরপরই আমরা জানতে পারি ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।"
রাইট বলেন, “এই ঘটনাটি পুরো কমিউনিটির জন্য একটি ভয়াবহ ও মর্মান্তিক বিপর্যয়। হিন্টন পরিবার এই ঘটনায় শোকাহত, এবং নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতিও আমরা গভীর সমবেদনা জানাই।”
সংক্ষিপ্ত ও ঝাপসা ভিডিও ফুটেজে এক পুলিশকে "গান!" বলে চিৎকার করতে শোনা যায়, এরপরই গুলির শব্দ শোনা যায়। পুলিশ জানায়, রায়ান বন্দুক তাক করেছিল বলে গুলি চালানো হয়েছে। তবে ভিডিওতে সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে না।
ঘটনার সময় আরও দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
ওহাইও গভর্নর মাইক ডিওয়াইন বলেন, "আমি তদন্ত বিষয়ে অবহিত হয়েছি এবং এটি একটি ইচ্ছাকৃত সহিংসতা বলে মনে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। নিহত ডেপুটির পরিবার ও সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।"
হিন্টন পরিবারের পক্ষ থেকেও নিহত কর্মকর্তার পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে। আইনজীবী রাইট বলেন, "এটি উভয় পরিবারের জন্যই এক ভয়ানক ট্র্যাজেডি—এক পরিবার তাদের ছেলেকে হারিয়েছে, অন্যদিকে একজন পুলিশ সদস্য তার জীবন দিয়েছেন।"
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন