বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ট্রাম্পের ট্যাক্স ও ব্যয় বিল নিয়ে হতাশ ইলন মাস্ক
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিকে প্রকাশ্যে সমালোচনা করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের প্রস্তাবিত “বিগ, বিউটিফুল” বিল অল্প ভোটে পাস হয়েছে। বিলটিতে বহু ট্রিলিয়ন ডলারের ট্যাক্স ছাড় এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অঙ্গীকার রয়েছে। এখন এটি সিনেটে উত্থাপিত হবে।
এই বিল নিয়ে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, তিনি এতে “হতাশ” হয়েছেন। কারণ এটি ব্যয় কমানোর ক্ষেত্রে তার প্রচেষ্টাকে "দুর্বল" করে দিচ্ছে।
মাস্ককে একসময় ট্রাম্প প্রশাসনের ব্যয় হ্রাস সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিদেশি সহায়তা বন্ধসহ বেশ কিছু খাতে ব্যয় কমানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে পরে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং সম্প্রতি জানান, ভবিষ্যতে রাজনৈতিক ব্যয়ে তিনি আরও সংযমী হবেন।
সিবিএস সানডে মর্নিং-এ দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, এই বিশাল ব্যয় বিল দেখে আমি হতাশ।”
তিনি আরও বলেন, “এই পরিকল্পনা বাজেট ঘাটতি বাড়ায়, কমায় না।” বিশ্লেষকদের ধারণা, এই আইন কার্যকর হলে আগামী অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ৬০০ বিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।
মাস্ক আরও অভিযোগ করেন, বিলটি ট্রাম্প প্রশাসনের ব্যয়-হ্রাস কর্মসূচি, বিশেষ করে Department of Government Efficiency (DOGE)-এর কাজকে বাধাগ্রস্ত করছে।
ট্রাম্প যেভাবে বিলটিকে “বড় ও সুন্দর” বলেছেন, সে প্রসঙ্গে মাস্ক বলেন, “একটি বিল হয়তো বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু দুটো একসঙ্গে হওয়া কঠিন।”
এই মন্তব্যগুলো ট্রাম্পের রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সামনে এনেছে। কারণ, বিলটি প্রতিনিধি পরিষদে পাস হলেও দলের বিভিন্ন অংশের মধ্যেই এর বিরোধিতা রয়েছে।
২০১৭ সালে প্রথম মেয়াদে পাশ হওয়া ট্যাক্স ছাড়ের মেয়াদ বাড়ানো এবং প্রতিরক্ষা খাতে ব্যাপক অর্থ বরাদ্দ ও অভিবাসীদের ব্যাপক হারে ফেরত পাঠানোর পরিকল্পনাও এই নতুন বিলের অংশ।
মাস্কের এই অবস্থান ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার ইঙ্গিত দেয়। যদিও গত বছর ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে ফেরাতে মাস্ক ২৫০ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছিলেন।
সম্প্রতি মাস্ক DOGE থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন, আগামী পাঁচ বছর তিনি টেসলার নেতৃত্বে আরও বেশি মনোযোগ দিতে চান।
DOGE প্রধান হিসেবে তার ভূমিকা নিয়ে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ, বয়কট ও বিক্রয় হ্রাস ঘটে। কারণ, তিনি হাজার হাজার সরকারি কর্মচারী ছাঁটাই এবং বিদেশি সাহায্য বন্ধের প্রস্তাব দিয়েছিলেন, যা ব্যাপক বিতর্ক তৈরি করেছিল।
এ বিষয়ে মাস্ক বলেন, “আমি যা করা দরকার ছিল, তা-ই করেছি।” ট্রাম্প ও তার সহযোগীরা এই ছাঁটাই ও কাটছাঁটকে সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি দূর করার উপায় হিসেবে তুলে ধরেছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন