আপডেট :

        ২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

        ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

        কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

        মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

        শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

        ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আহমদ রফিকের জীবনাবসান

        প্রতিমা বিসর্জন আজ, সিঁদুর খেলে দেবীকে বিদায়

        সিলেটের পর্যটন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা ও সমস্যা

        কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

        বৈশ্বিক ফ্লোটিলা অভিযান: ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কার্যক্রম

        “গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

        আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোনে হুমকি, প্রশ্ন: ‘রাস্তায় থাকতে দিচ্ছেন না কেন?’

        মাস দুয়েকের মধ্যে পুনরায় শুরু হচ্ছে সিলেটের পরিত্যক্ত হাসপাতালের কার্যক্রম

        গভীর নিম্নচাপ সত্ত্বেও বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা নেই

        ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

        ডলারের দর ২২ বছরের নীচে, মার্কিন শাটডাউনের চাপ বৃদ্ধি

        দুর্গাপূজার ভোজে বৈচিত্র্যের ছটা, সাত-সতেরো পদে সাজানো পাতে

        সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে পুরুষদের নিয়ে মন্তব্য: ‘তাহলেই যুদ্ধহীন হতো দুনিয়া’

        কারো ফোন কলেই কোহলির কাছে গিয়েছে অভিযোগ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

        “এই ত্রাণবহর ফিলিস্তিনিদের উপকারে আসবে না”—মেলোনি

গুয়াতেমালার জঙ্গলে পাওয়া কঙ্কাল সম্ভবত ২০২৩ সালে নিখোঁজ হওয়া মার্কিন পাখি পর্যবেক্ষকের

গুয়াতেমালার জঙ্গলে পাওয়া কঙ্কাল সম্ভবত ২০২৩ সালে নিখোঁজ হওয়া মার্কিন পাখি পর্যবেক্ষকের

ছবিঃ এলএবাংলাটাইমস

গুয়াতেমালার জঙ্গলের এক প্রত্নতাত্ত্বিক স্থানের কাছ থেকে উদ্ধার করা মানব কঙ্কাল প্রায় আড়াই বছর আগে নিখোঁজ হওয়া মার্কিন পাখি পর্যবেক্ষক রেমন্ড ভিনসেন্ট অ্যাশক্রফটের হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

গুয়াতেমালার অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কর্মকর্তা কার্লোস সোসা জানান, কঙ্কালের পাশে যে লিলাক রঙের শার্ট, স্যান্ডেল ও শর্টস পাওয়া গেছে, তা নিখোঁজের দিন অ্যাশক্রফট যেগুলো পরেছিলেন তার সঙ্গে মিলে গেছে।

৬৬ বছর বয়সী অ্যাশক্রফট ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রাচীন মায়া নগরী টিকাল ভ্রমণে আসা একটি বার্ডওয়াচিং দলের সদস্য ছিলেন।

তাঁর নিখোঁজ হওয়ার সময়, স্ত্রী জানিয়েছিলেন যে অ্যাশক্রফট আগেই হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছাননি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অ্যাশক্রফটের স্ত্রী তখনও দলটির সঙ্গে ছিলেন এবং ছবি তুলছিলেন। পরে হোটেল কক্ষে না ফেরায় তিনি দ্রুতই স্বামীকে নিখোঁজ ঘোষণা করেন।

অ্যাশক্রফট দল থেকে আলাদা হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি। জাতীয় উদ্যানে ঘন জঙ্গল তল্লাশিতে ব্যবহার করা হয় স্নিফার কুকুরও, কিন্তু কোনো ফল মেলেনি।

নিখোঁজের কয়েক সপ্তাহ পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল অ্যাশক্রফটের জন্য একটি ‘ইয়েলো নোটিস’ জারি করে। তবে তখনও কোনো সন্ধান মেলেনি, এমনকি তাঁর কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি।

এই সপ্তাহে অবশেষে টিকাল প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে, এক গ্রামের বাসিন্দারা ঘন জঙ্গলের মধ্যে মানব কঙ্কাল ও অ্যাশক্রফটের পোশাকের সঙ্গে মিলে যাওয়া কাপড় দেখতে পান বলে জানান কার্লোস সোসা।

তিনি বলেন, “কঙ্কালটি ঘন গাছপালার ভিতর এমন জায়গায় ছিল, যেখানে কেবল হেঁটে যাওয়া যায়।”

তিনি আরও জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে কঙ্কালটি অ্যাশক্রফটের কিনা।

টিকাল ন্যাশনাল পার্কে অতীতেও এবং পরবর্তীতেও পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

২০২২ সালে, ৫৩ বছর বয়সী এক জার্মান নাগরিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পরে হিট স্ট্রোকে মারা যান।

২০২৩ সালেও, একটি ফরাসি পরিবার দুই দিন নিখোঁজ থাকার পর পানিশূন্য অবস্থায় উদ্ধার হয়, তবে তারা নিরাপদে ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত