আপডেট :

        ২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

        ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

        কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

        মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

        শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

        ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আহমদ রফিকের জীবনাবসান

        প্রতিমা বিসর্জন আজ, সিঁদুর খেলে দেবীকে বিদায়

        সিলেটের পর্যটন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা ও সমস্যা

        কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

        বৈশ্বিক ফ্লোটিলা অভিযান: ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কার্যক্রম

        “গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

        আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোনে হুমকি, প্রশ্ন: ‘রাস্তায় থাকতে দিচ্ছেন না কেন?’

        মাস দুয়েকের মধ্যে পুনরায় শুরু হচ্ছে সিলেটের পরিত্যক্ত হাসপাতালের কার্যক্রম

        গভীর নিম্নচাপ সত্ত্বেও বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা নেই

        ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

        ডলারের দর ২২ বছরের নীচে, মার্কিন শাটডাউনের চাপ বৃদ্ধি

        দুর্গাপূজার ভোজে বৈচিত্র্যের ছটা, সাত-সতেরো পদে সাজানো পাতে

        সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে পুরুষদের নিয়ে মন্তব্য: ‘তাহলেই যুদ্ধহীন হতো দুনিয়া’

        কারো ফোন কলেই কোহলির কাছে গিয়েছে অভিযোগ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

        “এই ত্রাণবহর ফিলিস্তিনিদের উপকারে আসবে না”—মেলোনি

রাশিয়ার কাছে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা

রাশিয়ার কাছে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার পূর্ব উপকূলের কাছে শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের হোক্কাইডো প্রদেশের উপকূলে ইতোমধ্যে ছোট ছোট সুনামি ঢেউ আছড়ে পড়েছে। হোক্কাইডোর তোকাচি এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।

জাপান সরকার উপকূল ও নদীর পাশের এলাকা থেকে নিরাপদ উঁচু জায়গায় বা সুনামি আশ্রয়কেন্দ্রে দ্রুত চলে যেতে বলেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, “সুনামি একবারেই শেষ হবে না, ঢেউ বারবার আঘাত হানতে পারে। তাই যতক্ষণ না সরকারিভাবে নিরাপদ বলা হচ্ছে, নিরাপদ জায়গা ছেড়ে যাবেন না।”

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যেও তিন মিটার (প্রায় ১০ ফুট) উঁচু ঢেউয়ের আশঙ্কায় বড় ধরনের সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। রাজ্যের রাজধানী হনলুলুসহ ওহু দ্বীপের অনেক এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

গুয়াম দ্বীপেও ১ থেকে ৩ মিটার ঢেউ আছড়ে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে হোনলুলু ভিত্তিক ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যদিও সেসব জায়গায় এখনো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

ক্যালিফোর্নিয়ায় প্রথম ঢেউ আসতে পারে রাত ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৫০ মিনিটে)। এরপর আরও ঢেউ আসতে পারে, যা ১০ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধারকাজে মানুষের জীবনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

ভূমিকম্পটির উৎপত্তি ছিল রাশিয়ার কামচাটকা অঞ্চলের পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ কিলোমিটার।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ইতোমধ্যে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছেন সের্গেই লেবেদেভ, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী। তিনি আরও জানান, এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ বলেন, “গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পটি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের একটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) বলেছে, এটি ২০১০ সালের চিলি এবং ১৯০৬ সালের ইকুয়েডরের ভূমিকম্পের সঙ্গে একসঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে।

সতর্কবার্তা অনুযায়ী, যেকোনো সময় বড় ঢেউ আছড়ে পড়তে পারে—তাই উপকূল বা নদীপাড়ে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত