২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
রাশিয়ার কাছে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা
ছবিঃ এলএবাংলাটাইমস
রাশিয়ার পূর্ব উপকূলের কাছে শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের হোক্কাইডো প্রদেশের উপকূলে ইতোমধ্যে ছোট ছোট সুনামি ঢেউ আছড়ে পড়েছে। হোক্কাইডোর তোকাচি এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।
জাপান সরকার উপকূল ও নদীর পাশের এলাকা থেকে নিরাপদ উঁচু জায়গায় বা সুনামি আশ্রয়কেন্দ্রে দ্রুত চলে যেতে বলেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, “সুনামি একবারেই শেষ হবে না, ঢেউ বারবার আঘাত হানতে পারে। তাই যতক্ষণ না সরকারিভাবে নিরাপদ বলা হচ্ছে, নিরাপদ জায়গা ছেড়ে যাবেন না।”
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যেও তিন মিটার (প্রায় ১০ ফুট) উঁচু ঢেউয়ের আশঙ্কায় বড় ধরনের সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। রাজ্যের রাজধানী হনলুলুসহ ওহু দ্বীপের অনেক এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
গুয়াম দ্বীপেও ১ থেকে ৩ মিটার ঢেউ আছড়ে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে হোনলুলু ভিত্তিক ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যদিও সেসব জায়গায় এখনো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
ক্যালিফোর্নিয়ায় প্রথম ঢেউ আসতে পারে রাত ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৫০ মিনিটে)। এরপর আরও ঢেউ আসতে পারে, যা ১০ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধারকাজে মানুষের জীবনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
ভূমিকম্পটির উৎপত্তি ছিল রাশিয়ার কামচাটকা অঞ্চলের পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ কিলোমিটার।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ইতোমধ্যে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছেন সের্গেই লেবেদেভ, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী। তিনি আরও জানান, এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ বলেন, “গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পটি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের একটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) বলেছে, এটি ২০১০ সালের চিলি এবং ১৯০৬ সালের ইকুয়েডরের ভূমিকম্পের সঙ্গে একসঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে।
সতর্কবার্তা অনুযায়ী, যেকোনো সময় বড় ঢেউ আছড়ে পড়তে পারে—তাই উপকূল বা নদীপাড়ে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন