২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
সিডিসির নতুন পরিচালক হিসেবে সুসান মনারেজের নিয়োগ চূড়ান্ত
ছবিঃ এলএবাংলাটাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর নতুন পরিচালক হিসেবে সুসান মনারেজকে নিয়োগ দিয়েছে দেশটির সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নে মঙ্গলবার ৫১-৪৭ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়।
৫০ বছর বয়সী সুসান মনারেজ চলতি বছরের জানুয়ারিতে সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নেন। পরে মার্চে তাকে স্থায়ীভাবে এই পদে মনোনয়ন দেওয়া হয়, যখন হঠাৎ করেই প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম পছন্দ ডেভিড ওয়েলডনের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
অ্যাটলান্টাভিত্তিক এই ফেডারেল সংস্থাটি যুক্তরাষ্ট্রে রোগ সংক্রমণ পর্যবেক্ষণ এবং জনস্বাস্থ্য সংকট মোকাবেলার প্রধান দায়িত্বে রয়েছে। সাম্প্রতিক সময়ে সংস্থাটি ব্যাপক কর্মী ছাঁটাই, গুরুত্বপূর্ণ পদত্যাগ এবং টিকানীতি নিয়ে বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের নেতৃত্বে সিডিসির দীর্ঘদিনের ভ্যাকসিন নীতিমালা নতুনভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
সিনেটের সামনে মনোনয়ন শুনানিতে সুসান মনারেজ বলেন, তিনি টিকাদান কর্মসূচি এবং কঠোর বৈজ্ঞানিক প্রমাণের পক্ষে। তবে রবার্ট এফ. কেনেডির সঙ্গে তার সম্পর্ক বা আলোচনার বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, কেনেডি একজন সুপরিচিত টিকা-বিরোধী কর্মী এবং তিনি সিডিসির কয়েকটি পুরনো নীতিমালা বাতিল করার উদ্যোগ নিয়েছেন।
২০২৩ সালে প্রণীত এক নতুন আইনের অধীনে, সুসান মনারেজ হলেন প্রথম সিডিসি পরিচালক যিনি সিনেটের ভোটাভুটির মাধ্যমে নিয়োগ পেলেন।
মনারেজের শিক্ষা জীবনে রয়েছে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজিতে উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা। সিডিসিতে যোগদানের আগে তিনি মূলত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য প্রযুক্তি ও বায়ো-সুরক্ষা খাতে সরকারি ভূমিকায় পরিচিত ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন