আপডেট :

        ২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

        ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

        কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

        মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

        শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

        ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আহমদ রফিকের জীবনাবসান

        প্রতিমা বিসর্জন আজ, সিঁদুর খেলে দেবীকে বিদায়

        সিলেটের পর্যটন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা ও সমস্যা

        কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

        বৈশ্বিক ফ্লোটিলা অভিযান: ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কার্যক্রম

        “গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

        আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোনে হুমকি, প্রশ্ন: ‘রাস্তায় থাকতে দিচ্ছেন না কেন?’

        মাস দুয়েকের মধ্যে পুনরায় শুরু হচ্ছে সিলেটের পরিত্যক্ত হাসপাতালের কার্যক্রম

        গভীর নিম্নচাপ সত্ত্বেও বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা নেই

        ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

        ডলারের দর ২২ বছরের নীচে, মার্কিন শাটডাউনের চাপ বৃদ্ধি

        দুর্গাপূজার ভোজে বৈচিত্র্যের ছটা, সাত-সতেরো পদে সাজানো পাতে

        সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে পুরুষদের নিয়ে মন্তব্য: ‘তাহলেই যুদ্ধহীন হতো দুনিয়া’

        কারো ফোন কলেই কোহলির কাছে গিয়েছে অভিযোগ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

        “এই ত্রাণবহর ফিলিস্তিনিদের উপকারে আসবে না”—মেলোনি

ট্রাম্পের দাবি – গৃহহীনদের অবিলম্বে ওয়াশিংটন ডিসি ছাড়তে হবে

ট্রাম্পের দাবি – গৃহহীনদের অবিলম্বে ওয়াশিংটন ডিসি ছাড়তে হবে

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত ও সুন্দর করার পরিকল্পনা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গৃহহীনদের অবিলম্বে রাজধানী ছাড়তে হবে। তবে শহরের মেয়র মুরিয়েল বাউসার এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং অপরাধ বৃদ্ধির দাবিকে অস্বীকার করেছেন।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “আমরা আপনাদের থাকার জায়গা দেব, কিন্তু রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীরা যেতে হবে না, তাদের জেলে পাঠানো হবে।” তিনি আরও যোগ করেন, “আমরা আমাদের রাজধানী ফেরত চাই। ধন্যবাদ!”

ট্রাম্প গত মাসে গৃহহীনদের গ্রেপ্তার সহজ করতে একটি নির্বাহী আদেশে সই করেন। গত শুক্রবার তিনি ইউএস পার্ক পুলিশ, ডিইএ, এফবিআই এবং মার্কিন মার্শাল সার্ভিসসহ ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীকে ডিসিতে পাঠানোর নির্দেশ দেন। এক হোয়াইট হাউস কর্মকর্তা এনপিআর-কে জানান, শনিবার রাতে প্রায় ৪৫০ জন ফেডারেল অফিসার মোতায়েন করা হয়।

২০২২ সালের এক ভাষণে ট্রাম্প প্রস্তাব করেছিলেন, গৃহহীনদের শহরের বাইরে কম খরচের জমিতে ‘উচ্চমানের’ তাঁবুতে রাখা হবে, যেখানে বাথরুম ও চিকিৎসা সুবিধা থাকবে।

মেয়র বাউসার এমএসএনবিসি-কে বলেন, “২০২৩ সালে অপরাধের হার বেড়েছিল, কিন্তু এখন তা ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।” তিনি হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলারের ডিসিকে “বাগদাদের চেয়ে বেশি সহিংস” বলাকে ‘অতিরঞ্জিত ও মিথ্যা’ মন্তব্য হিসেবে আখ্যা দেন।

ফেডারেল তথ্য অনুযায়ী, কারজ্যাকিং, হামলা ও ডাকাতি যুক্ত করে হিসাব করলে গত বছর ওয়াশিংটন ডিসির সামগ্রিক সহিংস অপরাধের হার গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। তবে ২০২৫ সালের এ পর্যন্ত শহরে ৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে, যা যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় মাথাপিছু বেশি।

‘কমিউনিটি পার্টনারশিপ’ নামের একটি সংস্থার হিসাবে, ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩,৭৮২ জন গৃহহীন মানুষ আছেন, যার মধ্যে প্রায় ৮০০ জন রাস্তায় বসবাস করেন।

ডিসি একটি জেলা হওয়ায় এটি সরাসরি ফেডারেল সরকারের আওতায়, এবং প্রেসিডেন্ট শহরের কিছু আইন বাতিল করতে পারেন। তবে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকির জবাবে মেয়র বাউসার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তা আইনি ভাবে সম্ভব নয়।

ট্রাম্প সোমবার সকাল ১০টায় (ইডিটি) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে রাজধানীতে অপরাধ দমন ও ‘শারীরিক সংস্কার’ পরিকল্পনা বিস্তারিত জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত