আপডেট :

        ২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

        ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

        কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

        মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

        শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

        ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আহমদ রফিকের জীবনাবসান

        প্রতিমা বিসর্জন আজ, সিঁদুর খেলে দেবীকে বিদায়

        সিলেটের পর্যটন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা ও সমস্যা

        কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

        বৈশ্বিক ফ্লোটিলা অভিযান: ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কার্যক্রম

        “গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

        আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোনে হুমকি, প্রশ্ন: ‘রাস্তায় থাকতে দিচ্ছেন না কেন?’

        মাস দুয়েকের মধ্যে পুনরায় শুরু হচ্ছে সিলেটের পরিত্যক্ত হাসপাতালের কার্যক্রম

        গভীর নিম্নচাপ সত্ত্বেও বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা নেই

        ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

        ডলারের দর ২২ বছরের নীচে, মার্কিন শাটডাউনের চাপ বৃদ্ধি

        দুর্গাপূজার ভোজে বৈচিত্র্যের ছটা, সাত-সতেরো পদে সাজানো পাতে

        সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে পুরুষদের নিয়ে মন্তব্য: ‘তাহলেই যুদ্ধহীন হতো দুনিয়া’

        কারো ফোন কলেই কোহলির কাছে গিয়েছে অভিযোগ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

        “এই ত্রাণবহর ফিলিস্তিনিদের উপকারে আসবে না”—মেলোনি

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টকে স্যান্ডউইচ ছুড়ে মারায় গ্রেপ্তার সাবেক ডিওজে কর্মী

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টকে স্যান্ডউইচ ছুড়ে মারায় গ্রেপ্তার সাবেক ডিওজে কর্মী

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে (ডিপার্টমেন্ট অব জাস্টিস - DOJ) কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাবওয়ে ব্র্যান্ডের সাবমেরিন স্টাইল স্যান্ডউইচ নিক্ষেপের এ ঘটনায় অভিযুক্ত শন চার্লস ডানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফেলনি অ্যাসল্ট বা গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘটে গত রবিবার, যখন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এর এক ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা ওয়াশিংটনে দায়িত্ব পালন করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, শন ডান রাস্তা পার হওয়ার আগে এজেন্টদের উদ্দেশে “ফ্যাসিস্ট” বলে গালিগালাজ করেন এবং চিৎকার করে বলেন, “তোমরা এখানে কেন? আমি তোমাদের আমার শহরে চাই না।” কিছুক্ষণ পর তিনি ফিরে এসে মোড়ানো স্যান্ডউইচটি এজেন্টের বুকে ছুড়ে মারেন। পরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তারা তাকে তাড়া করেন।

গ্রেপ্তারের পর বুধবার তদন্তকারীদের ডান স্বীকার করেন, “হ্যাঁ, আমি করেছি। আমি স্যান্ডউইচ ছুড়েছি।”

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক মাধ্যমে জানান, “আমি জেনেছি এই আসামি বিচার বিভাগে কাজ করতেন — এখন আর করেন না। শুধু চাকরি হারাননি, তিনি ফেলনি চার্জের মুখোমুখি।”

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, শন ডান বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো বলেন, “সে ভেবেছিল ঘটনাটি মজার হবে, কিন্তু আজ মজা পাচ্ছে না, কারণ আমরা তার বিরুদ্ধে ফেলনি অভিযোগ এনেছি।”

এই অদ্ভুত ঘটনার পর সামাজিক মাধ্যমে মজার মন্তব্যে ভরে ওঠে, যার মধ্যে একটি— “assault with a deli weapon”— রেডিটে ১,৫০০-র বেশি আপভোট পায়।

প্রথমে স্থানীয় এক বিচারক অভিযোগ গঠন করতে অস্বীকার করলেও পরে ফেডারেল বিচারক অভিযোগ গঠন অনুমোদন করেন। ডান বর্তমানে জামিনে মুক্ত আছেন এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ আট বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডসহ বিভিন্ন ফেডারেল সংস্থার (এফবিআই, ইউএস মার্শালস সার্ভিস, এটিএফ, ডিএইচএস, সিক্রেট সার্ভিস) সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোতায়েনের কারণে শহরে বিক্ষোভ চলছে।

ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া হোম রুল অ্যাক্ট-এর বিধান ব্যবহার করে শহরের পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। ১৯৭৩ সালে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রণীত এই আইনের মাধ্যমে ওয়াশিংটনের প্রায় ৭ লাখ অধিবাসীকে মেয়র ও সিটি কাউন্সিল নির্বাচন করার সুযোগ দেওয়া হলেও, তারা কংগ্রেসে পূর্ণ ভোটাধিকার পান না।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত