আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি
ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টকে স্যান্ডউইচ ছুড়ে মারায় গ্রেপ্তার সাবেক ডিওজে কর্মী
ছবিঃ এলএবাংলাটাইমস
ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে (ডিপার্টমেন্ট অব জাস্টিস - DOJ) কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাবওয়ে ব্র্যান্ডের সাবমেরিন স্টাইল স্যান্ডউইচ নিক্ষেপের এ ঘটনায় অভিযুক্ত শন চার্লস ডানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফেলনি অ্যাসল্ট বা গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘটে গত রবিবার, যখন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এর এক ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা ওয়াশিংটনে দায়িত্ব পালন করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, শন ডান রাস্তা পার হওয়ার আগে এজেন্টদের উদ্দেশে “ফ্যাসিস্ট” বলে গালিগালাজ করেন এবং চিৎকার করে বলেন, “তোমরা এখানে কেন? আমি তোমাদের আমার শহরে চাই না।” কিছুক্ষণ পর তিনি ফিরে এসে মোড়ানো স্যান্ডউইচটি এজেন্টের বুকে ছুড়ে মারেন। পরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তারা তাকে তাড়া করেন।
গ্রেপ্তারের পর বুধবার তদন্তকারীদের ডান স্বীকার করেন, “হ্যাঁ, আমি করেছি। আমি স্যান্ডউইচ ছুড়েছি।”
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক মাধ্যমে জানান, “আমি জেনেছি এই আসামি বিচার বিভাগে কাজ করতেন — এখন আর করেন না। শুধু চাকরি হারাননি, তিনি ফেলনি চার্জের মুখোমুখি।”
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, শন ডান বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো বলেন, “সে ভেবেছিল ঘটনাটি মজার হবে, কিন্তু আজ মজা পাচ্ছে না, কারণ আমরা তার বিরুদ্ধে ফেলনি অভিযোগ এনেছি।”
এই অদ্ভুত ঘটনার পর সামাজিক মাধ্যমে মজার মন্তব্যে ভরে ওঠে, যার মধ্যে একটি— “assault with a deli weapon”— রেডিটে ১,৫০০-র বেশি আপভোট পায়।
প্রথমে স্থানীয় এক বিচারক অভিযোগ গঠন করতে অস্বীকার করলেও পরে ফেডারেল বিচারক অভিযোগ গঠন অনুমোদন করেন। ডান বর্তমানে জামিনে মুক্ত আছেন এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ আট বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডসহ বিভিন্ন ফেডারেল সংস্থার (এফবিআই, ইউএস মার্শালস সার্ভিস, এটিএফ, ডিএইচএস, সিক্রেট সার্ভিস) সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোতায়েনের কারণে শহরে বিক্ষোভ চলছে।
ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া হোম রুল অ্যাক্ট-এর বিধান ব্যবহার করে শহরের পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। ১৯৭৩ সালে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রণীত এই আইনের মাধ্যমে ওয়াশিংটনের প্রায় ৭ লাখ অধিবাসীকে মেয়র ও সিটি কাউন্সিল নির্বাচন করার সুযোগ দেওয়া হলেও, তারা কংগ্রেসে পূর্ণ ভোটাধিকার পান না।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন