অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
টেক্সাসে ভুলে মুক্তি পাওয়া কয়েদিকে খুঁজছে পুলিশ
ছবিঃ এলএবাংলাটাইমস
টেক্সাসে জেল থেকে ভুলবশত মুক্তি পেয়েছেন এক কয়েদি, এখন তাকে খুঁজছে পুলিশ।
৩৬ বছর বয়সী টোরি ডুগাসকে পরিবারে হামলার দায়ে পাঁচ বছর এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আরও দুই বছর মিলিয়ে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু জেলের নথিতে সেই সাজা সঠিকভাবে লিপিবদ্ধ না থাকায় রবিবার ভোরে তাকে ভুল করে ছেড়ে দেওয়া হয়।
হ্যারিস কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুগাসকে মুক্তি দেওয়ার পর সোমবার সকালে রাজ্য কারাগারে পাঠানোর তালিকা যাচাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
পুলিশ বলছে, কীভাবে এমন ভুল হলো তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জনগণকে সতর্ক করা হয়েছে—ডুগাসকে কেউ দেখতে পেলে যেন দ্রুত খবর দেয়।
এর আগেও হ্যারিস কাউন্টি জেলে এমন ভুল হয়েছিল। এ বছরের শুরুর দিকে খুনের মামলায় গ্রেপ্তার হওয়া একজনকে নামের মিল থাকার কারণে ভুল করে ছেড়ে দেওয়া হয়। তবে তিনি এক দিনের মধ্যেই নিজে থেকে আত্মসমর্পণ করেছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন