২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
মার্কিন নৌবাহিনীর নাবিক চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় এক মার্কিন নৌবাহিনীর নাবিককে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করা এক চীনা এজেন্টকে নৌবাহিনীর গোপন তথ্য বিক্রি করায় তার বিরুদ্ধে এই রায় আসে।
২৫ বছর বয়সী জিনচাও ওয়েই (অন্য নাম প্যাট্রিক ওয়েই) ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, যার মধ্যে রয়েছে গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র এবং গোপন তথ্য অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ।
মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, “আসামির কর্মকাণ্ড মার্কিন সামরিক বাহিনীর সদস্য হিসেবে তার ওপর অর্পিত বিশ্বাসের চরম বিশ্বাসঘাতকতা। তিনি টাকার বিনিময়ে চীনের কাছে সামরিক গোপন তথ্য ফাঁস করে শুধু সহকর্মী নাবিকদের জীবন নয়, পুরো জাতির নিরাপত্তা এবং মিত্রদেশগুলোকেও ঝুঁকির মুখে ফেলেছেন।”
ওয়েইকে ২০২৩ সালের আগস্টে সান ডিয়েগোতে ইউএসএস এসেক্স যুদ্ধজাহাজে কাজে যোগ দিতে আসার সময় গ্রেপ্তার করা হয়। তিনি ছিলেন ন্যাচারালাইজড মার্কিন নাগরিক এবং মেশিনিস্ট’স মেট পদে দায়িত্ব পালন করতেন। নিরাপত্তা ছাড়পত্র থাকায় তার কাছে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার ছিল।
এক সপ্তাহব্যাপী বিচার চলাকালে প্রসিকিউটররা ফোনালাপ, ইলেকট্রনিক মেসেজ এবং ভয়েস মেসেজসহ নানা প্রমাণ উপস্থাপন করেন। দেখা যায়, ওয়েই তার চীনা হ্যান্ডলারকে “বিগ ব্রাদার অ্যান্ডি” বলে ডাকতেন এবং সম্পর্ক গোপন রাখতে এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করতেন। এমনকি হ্যান্ডলার প্রদত্ত নতুন কম্পিউটার ও ফোনও ব্যবহার করেন তিনি।
প্রমাণ হিসেবে ওয়েইয়ের মায়ের সঙ্গে হওয়া একটি টেক্সট মেসেজও আদালতে উপস্থাপন করা হয়। সেখানে ওয়েই লিখেছিলেন, “অন্য চীনারা নৌবাহিনীতে থেকেও বাড়তি অর্থ রোজগারের উপায় খুঁজছে, কেউ ট্যাক্সি চালাচ্ছে। অথচ আমি সরাসরি গোপন তথ্য ফাঁস করছি।” উত্তরে তার মা লেখেন, “ভালো কাজ!”
ওয়েই ২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যে থাকাকালীন এক চীনা গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। প্রথমে ওই কর্মকর্তা নিজেকে রাষ্ট্রায়ত্ত চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের নৌ-উৎসাহী কর্মী হিসেবে পরিচয় দেন।
প্রমাণে দেখা যায়, ওয়েই যুদ্ধজাহাজের ছবি ও ভিডিও পাঠাতেন, বিভিন্ন নৌজাহাজের অবস্থান জানাতেন, ইউএসএস এসেক্সের প্রতিরক্ষা অস্ত্রশস্ত্রের বর্ণনা দিতেন এবং জাহাজগুলোর সমস্যার কথাও শেয়ার করতেন। এর বিনিময়ে তিনি ১৮ মাসে প্রায় ১২,০০০ ডলার পান।
রায় অনুযায়ী, ওয়েইর সাজা ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। তিনি সর্বোচ্চ আজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
উল্লেখ্য, ওয়েইয়ের পাশাপাশি একই বছরে অপর এক মার্কিন নৌসদস্য পেটি অফিসার ওয়েনহেং ঝাওকেও গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হয়। তিনি ১৪,৮০০ ডলারের বিনিময়ে প্রশান্ত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ার পরিকল্পনা, অপারেশনাল অর্ডার এবং জাপানের ওকিনাওয়াতে স্থাপিত রাডার সিস্টেমের নকশা ফাঁস করেছিলেন। গত বছর ঝাও দোষী সাব্যস্ত হয়ে ২৭ মাসের কারাদণ্ড পান।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন