শিশু প্রতিভা কায়রান কাজীর নতুন চ্যালেঞ্জ: SpaceX থেকে Citadel Securities
ছবি: এলএবাংলাটাইমস
কায়রান কাজী, যিনি মাত্র ১৪ বছর বয়সে এলন মাস্কের SpaceX-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন, এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দুই বছর ধরে তিনি Starlink প্রকল্পে গুরুত্বপূর্ণ সফটওয়্যার সিস্টেম তৈরি করেছেন, যা স্যাটেলাইটের বিম নির্দেশনা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কোটি কোটি মানুষকে নির্ভরযোগ্য ইন্টারনেট প্রদান নিশ্চিত করেছে।
তবে সম্প্রতি কায়রান ঘোষণা করেছেন, তিনি SpaceX ছেড়ে Citadel Securities-এ Quantitative Developer হিসেবে যোগ দিচ্ছেন। তিনি জানিয়েছেন, SpaceX-এ কাজ করার পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন বোধ করেছেন। কায়রানের মতে, Quant ফাইন্যান্স তাঁকে একই রকম বুদ্ধিবৃত্তিক উত্তেজনা দেয় যা AI গবেষণায় পাওয়া যেত, তবে এখানে ফলাফল দেখা যায় অনেক দ্রুত।
এলন মাস্ক এই পদত্যাগের খবর জানতে পেরে অবাক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “First time I’ve ever heard of him,” যা অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি দুই বছর ধরে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন, তাঁকে চিনতে না পারা কতটা বাস্তবসম্মত।
কায়রান শৈশব থেকেই ছিলেন অসাধারণ প্রতিভাবান। মাত্র ১৪ বছর বয়সে তিনি Santa Clara University থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১০ বছর বয়সে Intel Labs-এ ইন্টার্ন হিসেবে কাজ করার ইতিহাস রয়েছে তার। এখন ১৬ বছর বয়সে তিনি নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়ে আবারও প্রতিভার জোর দেখাচ্ছেন।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন