দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
অশোভন বার্তা ফাঁসের পর ট্রাম্পের মনোনীত প্রার্থী পল ইঙ্গ্রাসিয়ার পদত্যাগ
ছবিঃ এলএবাংলাটাইমস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী পল ইঙ্গ্রাসিয়া (৩০) অশোভন বার্তা ফাঁসের অভিযোগের পর যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফেডারেল ওয়াচডগ সংস্থার প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
ইঙ্গ্রাসিয়া জানান, তিনি Office of Special Counsel (OSC)-এর নেতৃত্ব থেকে নিজের নাম প্রত্যাহার করছেন “কারণ এই মুহূর্তে যথেষ্ট রিপাবলিকান ভোট আমার পক্ষে নেই।”
এই সপ্তাহের শুরুতে পলিটিকো একটি প্রতিবেদনে দাবি করে, ইঙ্গ্রাসিয়া একটি গ্রুপ চ্যাটে নিজেকে “নাৎসি স্বভাবের” বলে উল্লেখ করেছিলেন। এ তথ্য প্রকাশের পর বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর তার মনোনয়নের বিরোধিতা করার ঘোষণা দেন।
হোয়াইট হাউস বিবিসিকে নিশ্চিত করেছে যে, ইঙ্গ্রাসিয়া আর ট্রাম্প প্রশাসনের ওই পদের জন্য মনোনীত নন।
OSC একটি স্বতন্ত্র ফেডারেল সংস্থা, যা সরকারি কর্মীদের সুরক্ষা দেয় এবং অনিয়মের বিরুদ্ধে মুখ খোলার সুযোগ নিশ্চিত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ইঙ্গ্রাসিয়া জানান, তিনি এখনও Department of Homeland Security (DHS)-এ হোয়াইট হাউসের লিয়াজোঁ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং “প্রেসিডেন্ট ট্রাম্প ও এই প্রশাসনের সঙ্গে থেকে আমেরিকাকে আবার মহান করতে কাজ চালিয়ে যাবেন।” তবে তার পোস্টে অভিযোগিত বার্তাগুলির বিষয়ে কোনো মন্তব্য ছিল না।
বিবিসি হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে, ইঙ্গ্রাসিয়া DHS-এ তার বর্তমান পদে থাকবেন কি না।
এই ঘটনাটি ঘটে একদিন পর, যখন সিনেটের রিপাবলিকান নেতা ও সিনেট মেজরিটি লিডার জন থুন ইঙ্গ্রাসিয়ার মনোনয়ন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “তার পক্ষে ভোট পাওয়া সম্ভব নয়।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থুন বলেন, “হোয়াইট হাউস তার মনোনয়ন প্রত্যাহার করবে বলে আশা করি। তিনি নির্বাচিত হতে পারবেন না।”
ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কটও জানান, তিনি ইঙ্গ্রাসিয়াকে সমর্থন করবেন না।
পলিটিকো-র প্রকাশিত বার্তাগুলিতে দেখা যায়, ইঙ্গ্রাসিয়া মার্টিন লুথার কিং দিবসকে “নরকের সপ্তম স্তরে ফেলে দেওয়া উচিত” বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে তিনি ব্ল্যাক হিস্ট্রি মান্থ এবং জুনটিন্থসহ কৃষ্ণাঙ্গ আমেরিকানদের উদযাপনমূলক ছুটিগুলো সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন।
তার এক বার্তায় লেখা ছিল, “কখনও কখনও আমার মধ্যে একটা নাৎসি স্বভাব কাজ করে।”
ইঙ্গ্রাসিয়ার আইনজীবী এডওয়ার্ড পল্টজিক বলেন, বার্তাগুলো আসল কি না তা তিনি নিশ্চিত নন এবং ইঙ্গিত দেন যে সেগুলো হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি।
তিনি পলিটিকো-কে বলেন, “যদিও বার্তাগুলো সত্যি হয়, তবুও এগুলো স্পষ্টতই ব্যঙ্গাত্মক ও আত্ম-সমালোচনামূলক রসিকতা, যা এই ধারণা নিয়ে মজা করেছে যে, লিবারেলরা প্রায়ই ‘MAGA’ সমর্থকদের নাৎসি বলে ডাকে।”
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এসব বার্তাকে “ঘৃণ্য ও অযোগ্যতাসূচক” বলে আখ্যা দিয়েছেন।
বর্তমানে রিপাবলিকানরা সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। সাধারণত তারা ট্রাম্পের মনোনীত প্রার্থীদের বিরোধিতা করে না। তবে সাম্প্রতিক মাসগুলোতে আরও দুইজন উচ্চপ্রোফাইল প্রার্থী শেষ মুহূর্তে ভোটের আগে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন