আপডেট :

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

যুক্তরাষ্ট্রে পারিবারিক স্বাস্থ্যবিমার গড় খরচ প্রায় ২৭,০০০ ডলারে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে পারিবারিক স্বাস্থ্যবিমার গড় খরচ প্রায় ২৭,০০০ ডলারে পৌঁছেছে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে নিয়োগকর্তা-প্রদত্ত স্বাস্থ্যবিমার খরচ টানা তৃতীয় বছরের মতো বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে একটি পরিবারিক স্বাস্থ্যবিমা পরিকল্পনার গড় বার্ষিক খরচ প্রায় ২৭,০০০ ডলারে পৌঁছেছে বলে বুধবার প্রকাশিত স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান KFF (Kaiser Family Foundation)-এর বার্ষিক জরিপে জানানো হয়েছে।

জরিপে বলা হয়েছে, পারিবারিক বিমার প্রিমিয়াম গত বছরের তুলনায় ৬ শতাংশ বা ১,৪০৮ ডলার বৃদ্ধি পেয়েছে, যা মুদ্রাস্ফীতির হারের দ্বিগুণেরও বেশি। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও প্রিমিয়াম বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ।

গড় হিসাবে, কর্মীরা বছরে প্রায় ৬,৮৫০ ডলার নিজেরা প্রদান করছেন, বাকি অংশ বহন করছে নিয়োগকর্তারা।

এই জরিপে যুক্তরাষ্ট্রের ছোট-বড় মিলিয়ে ১,৮০০-এর বেশি কোম্পানি অংশ নেয়। বর্তমানে প্রায় ১৫ কোটি ৪০ লাখ আমেরিকান (৬৫ বছরের কম বয়সীরা) তাদের কর্মস্থলের মাধ্যমে স্বাস্থ্যবিমা সুবিধা পাচ্ছেন।

KFF জানায়, প্রিমিয়াম বৃদ্ধির প্রধান কারণ হলো চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি। কোম্পানিগুলো বলেছে, বিশেষ করে ওষুধের দাম বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগের প্রকোপ, চিকিৎসা সেবার ব্যবহার বৃদ্ধি এবং হাসপাতালের উচ্চমূল্য-ও খরচ বাড়াচ্ছে।

২০০-র বেশি কর্মী বিশিষ্ট কোম্পানির মধ্যে এক-তৃতীয়াংশ জানিয়েছে যে, প্রেসক্রিপশন ওষুধের দামই প্রিমিয়াম বাড়ার অন্যতম প্রধান কারণ। বিশেষ করে জনপ্রিয় ওজন কমানোর ওষুধ Wegovy ও Zepbound (GLP-1 ড্রাগ) খরচ বাড়াচ্ছে।

বড় কোম্পানিগুলোর (৫,০০০ বা তার বেশি কর্মী) মধ্যে ৪৩ শতাংশ এখন ওজন কমানোর এসব ওষুধ বিমা কভারেজে রেখেছে, যা ২০২৪ সালে ছিল মাত্র ২৮ শতাংশ।

KFF-এর প্রেসিডেন্ট ও সিইও ড্রু অল্টম্যান বলেন, “GLP-1 ওষুধ, হাসপাতালের দাম বৃদ্ধি, নতুন শুল্ক ও অন্যান্য কারণের কারণে আগামী বছরে নিয়োগকর্তা প্রিমিয়াম আরও তীব্রভাবে বাড়বে বলে আমরা আশা করছি।”

তবে শুধু প্রিমিয়াম নয়, ব্যক্তিগত বিমার **গড় ডিডাক্টিবল (প্রাথমিক নিজস্ব খরচ)**ও বেড়েছে। বর্তমানে একজন কর্মীর জন্য এটি প্রায় ১,৯০০ ডলার, যা গত বছর ছিল ১,৭৭৩ ডলার। ছোট প্রতিষ্ঠানের কর্মীদের ডিডাক্টিবল বড় প্রতিষ্ঠানের তুলনায় গড়ে প্রায় ১,০০০ ডলার বেশি।

জরিপে আরও বলা হয়েছে, ছোট প্রতিষ্ঠানে কাজ করা কর্মীদের মধ্যে অর্ধেকেরও বেশি এখন অন্তত ২,০০০ ডলার পর্যন্ত ডিডাক্টিবল পরিশোধ করছেন, আর এক-তৃতীয়াংশেরও বেশি কর্মীকে গড়ে ৩,০০০ ডলারের বেশি দিতে হচ্ছে।

KFF সতর্ক করেছে যে, ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান চিকিৎসা ব্যয়ের অংশ কর্মীদের উপর চাপিয়ে দিতে পারে, অর্থাৎ প্রিমিয়ামের পাশাপাশি ডিডাক্টিবল ও অন্যান্য খরচও বাড়তে পারে।

অল্টম্যান বলেন, “নিয়োগকর্তাদের হাতে এখন এমন কোনো কার্যকর কৌশল নেই যা তাদের স্বাস্থ্যবিমা ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তাই তারা বাধ্য হয় কর্মীদের ওপর বেশি খরচ চাপিয়ে দিতে, যদিও এটি কোনো পক্ষের জন্যই কাঙ্ক্ষিত নয়।”

    এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত