আপডেট :

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

        বস্টনে কয়েক দেশের অভিবাসীদের নাগরিকত্ব শপথ স্থগিত

        মেট্রো কমিটি ৯১ ফ্রি‌ওয়ে প্রসারণের জন্য ৭ মিলিয়ন ডলার অনুমোদন করেছে

        ব্যাংক থেকে ১৫ মিলিয়ন ডলার প্রতারণা: ৭৩ বছরের নারীকে খুঁজছে এফবিআই

        ক্যালিফোর্নিয়ার হাসপাতালে রোগীর হামলায় সামাজিক কর্মী নিহত

        মার্টিন লুথার কিং জুনিয়র দিবস ও জুনটিন্থে ফ্রি প্রবেশ বাতিল করল মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিস

        অস্টিনে কলেজছাত্রীর পরিবারকে লক্ষ্য করে ইমিগ্রেশন এজেন্টদের অভিযানে আতঙ্ক

        মায়ামি বিচের উপকূলে ২৮ মিলিয়ন ডলারের মাদক জব্দ

        এলএ কাউন্টিতে মুখোশধারী ইমিগ্রেশন এজেন্ট নিষিদ্ধ করার উদ্যোগ

        ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি: শনাক্ত হলেন আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল

        ক্যালিফোর্নিয়ায় বন্য মাশরুমে বিষক্রিয়া বেড়েছে, সতর্কতা জারি

        সান ফার্নান্দো ভ্যালির মলে ১৭ বছরের কিশোরীকে মানবপাচার চক্রের টার্গেট করার আশঙ্কা

        যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন আলোচনায় অগ্রগতি

মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের কাছ থেকে গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস চাওয়া হতে পারে—এমন নতুন একটি প্রস্তাব প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

এই শর্তটি যুক্তরাজ্যসহ সেই দেশগুলোর নাগরিকদের ওপর প্রযোজ্য হবে, যারা Electronic System for Travel Authorization (ESTA) ফর্ম পূরণ করে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সীমান্ত নীতিকে আরও কঠোর করার উদ্যোগ নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই পরিকল্পনা বিদেশি পর্যটকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এবং তাদের ডিজিটাল অধিকার ক্ষুণ্ন করতে পারে।

এ প্রশ্নে যে পর্যটন কমে যেতে পারে কিনা—ট্রাম্প বলেছেন তিনি তা নিয়ে চিন্তিত নন।
“না। আমরা খুব ভালো করছি,” বলেন তিনি।
“আমরা চাই মানুষ এখানে আসুক—কিন্তু নিরাপদে। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমরা নিশ্চিত হতে চাই ভুল মানুষ যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে।”

যুক্তরাষ্ট্র আগামী বছর কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এবং ২০২৮ সালে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক—যা পর্যটকদের ব্যাপক ভিড় বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবনাটি যুক্তরাষ্ট্রের Department of Homeland Security (DHS) এবং এর অধীনস্থ Customs and Border Protection (CBP) দাখিল করেছে। এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে।

নথিতে বলা হয়েছে, “ESTA আবেদনকারীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।” যদিও ঠিক কোন কোন তথ্য লাগবে তা পরিষ্কার করা হয়নি।

বর্তমান ESTA ফর্মে তুলনামূলক কম তথ্য দিতে হয় এবং একবারে ৪০ ডলার ফি দিয়ে দুই বছর মেয়াদে বহুবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায়। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানসহ প্রায় ৪০টি দেশের নাগরিকরা এই সুযোগ পান।

নতুন প্রস্তাবে সোশ্যাল মিডিয়া তথ্য ছাড়াও গত পাঁচ বছরের ফোন নম্বর এবং গত দশ বছরের ইমেইল ঠিকানা, এমনকি পরিবার-সম্পর্কিত অতিরিক্ত তথ্য—এসব সংগ্রহের কথাও বলা হয়েছে।

এই নথিতে জানুয়ারিতে ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের উল্লেখ করা হয়েছে—“Protecting the United States From Foreign Terrorists and Other National Security and Public Safety Threats.”

নতুন এই পরিকল্পনা নিয়ে ৬০ দিন জনমত গ্রহণ করা হবে।

CBP এক বিবৃতিতে বলেছে—“যুক্তরাষ্ট্রে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রে এখনো কোনো পরিবর্তন কার্যকর হয়নি। এটি চূড়ান্ত নিয়ম নয়—বরং সম্ভাব্য নিরাপত্তা নীতি নিয়ে আলোচনা শুরু করার প্রথম ধাপ।”

ডিজিটাল অধিকার সংগঠন Electronic Frontier Foundation–এর সোফিয়া কোপে প্রস্তাবটিকে সমালোচনা করে বলেছেন, এটি নাগরিক স্বাধীনতার ঝুঁকি আরও বাড়াতে পারে।

এদিকে, অভিবাসন আইন ফার্ম Fragomen জানিয়েছে, নতুন তথ্য চাওয়ার কারণে ESTA অনুমোদন পেতে সময় আরও বেড়ে যেতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত