আপডেট :

        সান্তা মনিকায় ফ্রাইং প্যানের আঘাতে শিশুর মৃত্যু, মাকে গ্রেপ্তার

        ইউ-হল প্রতিবেদন: ২০২৫ সালে স্থানান্তরে শীর্ষে টেক্সাস, তলানিতে ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টিতে মেকানিক নিয়োগ দিচ্ছে ইউএসপিএস

        অ্যারিজোনায় স্ল্যাকলাইনে ধাক্কা লেগে হেলিকপ্টার দুর্ঘটনা, চারজন নিহত

        সোভিয়েত ইউনিয়নের কাছে গোপন তথ্য বিক্রি করা সিআইএ এজেন্ট অলড্রিচ এমসের মৃত্যু

        গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক ব্যবহারের বিকল্পও বিবেচনায়—হোয়াইট হাউস

        ডেমোক্র্যাট-শাসিত ৫ অঙ্গরাজ্যে সামাজিক সেবার ১০ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করছে ট্রাম্প প্রশাসন

        অনলাইনে ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে সহায়তা করছে ক্যালিফোর্নিয়ার DROP ওয়েবসাইট

        ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২০ বছরের পুরোনো হলিউড মোটেল

        নববর্ষের রাতে ভেনচুরা কাউন্টিতে গোলাগুলি; ৫ জন গ্রেপ্তার

        সামরিক শৃঙ্খলা ভাঙার অভিযোগ: ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিকে শাস্তির পথে পেন্টাগন

        শিশুদের টিকাদান নীতিতে বড় পরিবর্তন: কোভিড ও হেপাটাইটিসসহ একাধিক টিকা আর বাধ্যতামূলক নয় যুক্তরাষ্ট্রে

        ভেনেজুয়েলার পর কোন কোন দেশ ট্রাম্পের নজরে?

        ভেনেজুয়েলা ইস্যু ও শাটডাউন সংকটে ওয়াশিংটনে ফিরছেন মার্কিন আইনপ্রণেতারা

        লস অ্যাঞ্জেলেসের শপিং সেন্টারের বাইরে গুলিতে একজন নিহত, একজন হাসপাতালে ভর্তি

        কারাকাসে হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার দাবি যুক্তরাষ্ট্রের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শীতকালীন বৃষ্টিতে রেকর্ড, সামনে আরও শক্তিশালী ঝড়

        ২০২৬ সালে কার্যকর নতুন আইন: ক্যালিফোর্নিয়ার সব ক্রেতার জন্য বড় পরিবর্তন

        হন্ডুরাস, নেপাল ও নিকারাগুয়ার ৬০ হাজার অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন আদালত

        পালিসেডস আগুনে LAFD–এর ভুল ঢাকতে চেয়েছিল নেতৃত্ব, তবু প্রকাশ পেয়েছে সত্য

সামরিক শৃঙ্খলা ভাঙার অভিযোগ: ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিকে শাস্তির পথে পেন্টাগন

সামরিক শৃঙ্খলা ভাঙার অভিযোগ: ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিকে শাস্তির পথে পেন্টাগন

ছবিঃ এলএবাংলাটাইমস

‘বিদ্রোহমূলক’ (সেডিশাস) ভিডিও প্রকাশের অভিযোগে ডেমোক্র্যাট সিনেটর ও সাবেক নৌবাহিনীর ক্যাপ্টেন মার্ক কেলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি ও আরও পাঁচজন কংগ্রেস সদস্য এমন একটি “দায়িত্বজ্ঞানহীন ও বিদ্রোহমূলক ভিডিও” প্রকাশ করেছেন, যা সেনাবাহিনীর শৃঙ্খলা ও আদেশব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী, কেলির সামরিক অবসর-র‍্যাঙ্ক পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তার অবসরভাতা (পেনশন) কমে যেতে পারে। হেগসেথ জানান, কেলির কাছে পেন্টাগনের নোটিশের জবাব দেওয়ার জন্য ৩০ দিনের সময় রয়েছে।

এক্সে দেওয়া বিবৃতিতে হেগসেথ বলেন, “একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর ক্যাপ্টেন হিসেবে, যিনি এখনও সামরিক পেনশন পাচ্ছেন, মার্ক কেলি সামরিক আইনের আওতায় জবাবদিহির মধ্যে থাকেন। প্রতিরক্ষা দপ্তর এবং মার্কিন জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করে।”

এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিনেটর কেলি। তিনি পেন্টাগনের পদক্ষেপকে “অত্যন্ত আপত্তিকর” এবং “আমেরিকান মূল্যবোধবিরোধী” বলে আখ্যা দিয়েছেন।

কেলি সোমবার এক্সে লিখেছেন, “দেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যদি মনে করেন, আমাকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবেন, তবে তিনি ভুল করছেন।”

তিনি আরও বলেন, “আমি এই লড়াই শেষ পর্যন্ত লড়ব—নিজের জন্য নয়, বরং এই বার্তা দেওয়ার জন্য যে পিট হেগসেথ ও ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জনগণ কী বলতে পারবে, তা নির্ধারণ করার অধিকার রাখে না।”

এই বিতর্কের সূত্রপাত গত নভেম্বর মাসে প্রকাশিত একটি ভিডিও থেকে। সেখানে কেলি ও আরও পাঁচজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা—যারা আগে সামরিক বা গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন—মার্কিন সেনাসদস্যদের বলেন, তারা “অবৈধ আদেশ মানতে অস্বীকার করতে পারেন”।

ভিডিওটি প্রকাশ পায় দক্ষিণ আমেরিকার উপকূলে কথিত মাদক পাচারকারী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে।

ভিডিওতে কেলি বলেন, “আমাদের আইন পরিষ্কার। অবৈধ আদেশ মানতে আপনি বাধ্য নন।”
তিনি আরও বলেন, “আমাদের মতো আপনাদেরও সংবিধান রক্ষা করার শপথ রয়েছে। এই মুহূর্তে সংবিধানের প্রতি হুমকি শুধু বিদেশ থেকে নয়, দেশের ভেতর থেকেও আসছে।”

ভিডিও প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে একাধিক পোস্টে কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে “রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিদ্রোহমূলক আচরণে” জড়িত থাকার অভিযোগ তোলেন।

এর কিছুদিন পরই ট্রাম্প প্রশাসন সামরিক আইন অনুযায়ী কেলির আচরণ পর্যালোচনার ঘোষণা দেয়।

দুই দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ও একাধিকবার বিদেশে মোতায়েন থাকা, বহু পদকে ভূষিত সাবেক নৌবাহিনীর ক্যাপ্টেন কেলি তখন প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে বা কংগ্রেসের অন্য সদস্যদের ভয় দেখিয়ে যদি এই প্রশাসন জবাবদিহি এড়াতে চায়, তবে তা সফল হবে না।”

আইন বিশেষজ্ঞরা বলছেন, যদিও কেলি অবসরপ্রাপ্ত, তবুও তিনি ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিস (ইউসিএমজে)-এর আওতায় পড়েন। এটি ১৯৫১ সালে কংগ্রেস প্রণীত একটি আইন, যা সামরিক সদস্যদের জন্য বিশেষ নিয়মকানুন নির্ধারণ করে।

তবে অনেক আইন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন—একজন নির্বাচিত কংগ্রেস সদস্যের রাজনৈতিক বক্তব্যের জন্য পেন্টাগনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনগত ক্ষমতা আছে কি না। যদিও প্রতিরক্ষা দপ্তরের দাবি, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা এখনও কিছু ক্ষেত্রে সামরিক আইনের অধীনেই থাকেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত