আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)–এর এক এজেন্টের গুলিতে নিরস্ত্র এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় নাগরিক অধিকার তদন্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে একাধিক ফেডারেল কৌঁসুলি পদত্যাগ করেছেন। মিনেসোটা ও ওয়াশিংটন ডিসিতে এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিনেসোটার ইউএস অ্যাটর্নি অফিসের অন্তত ছয়জন আইনজীবী মঙ্গলবার পদত্যাগ করেন। তারা বিচার বিভাগের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন, যেখানে মিনিয়াপোলিসে সংঘটিত গুলিকাণ্ডে নাগরিক অধিকার লঙ্ঘনের তদন্ত শুরু না করার কথা বলা হয়।

ঘটনাটি ঘটে ৭ জানুয়ারি, যখন ফেডারেল অভিবাসন এজেন্ট জোনাথন রস মিনেসোটার মিনিয়াপোলিসে রেনে নিকোল গুড নামের এক নিরস্ত্র মার্কিন নাগরিককে গুলি করে হত্যা করেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জোসেফ এইচ. থম্পসন, যিনি ওই দপ্তরের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ছিলেন। গত বছর তিনি একটি বড় আর্থিক জালিয়াতি তদন্তের নেতৃত্ব দেন, যার ফলেই ট্রাম্প প্রশাসন মিনেসোটায় অতিরিক্ত অভিবাসন এজেন্ট মোতায়েন করেছিল।

টাইমসের প্রতিবেদন অনুযায়ী, থম্পসন ও তার সহকর্মীরা ক্ষুব্ধ ছিলেন কারণ ঊর্ধ্বতন বিচার বিভাগীয় কর্মকর্তারা নিহত গুড ও তার স্ত্রী বেকার সম্ভাব্য সংযোগ খুঁজতে সক্রিয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে কি না—সে বিষয়ে অপরাধ তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি, এফবিআই রাজ্য পর্যায়ের তদন্তকারীদের এই গুলিকাণ্ডের তদন্তে যুক্ত হতে দেয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগ থেকেও চারজন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। এমএস নাউ (MS Now) জানিয়েছে, নাগরিক অধিকার বিভাগের সেই শাখা থেকে তারা সরে দাঁড়ান, যেটি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ সংক্রান্ত অপরাধ তদন্ত করে।

এই পদত্যাগগুলোর পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে নাগরিক অধিকারবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিট ধিলন–এর সিদ্ধান্তকে। ট্রাম্প প্রশাসনঘনিষ্ঠ এই কর্মকর্তা রেনে গুডের হত্যাকাণ্ডে কোনো নাগরিক অধিকার তদন্ত না করার সিদ্ধান্ত নেন।

রয়টার্সের বরাতে জানা যায়, ধিলন তার বিভাগের কর্মকর্তাদের আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই ঘটনায় তারা কোনো তদন্তে জড়িত হবে না।

মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক বিবৃতিতে বলেন, “বর্তমানে কোনো ফৌজদারি নাগরিক অধিকার তদন্তের ভিত্তি নেই।”
তবে কেন তদন্তের প্রয়োজন নেই—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিচার বিভাগের একজন মুখপাত্র গার্ডিয়ানকে দেওয়া বিবৃতিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেন, এসব পদত্যাগ মিনিয়াপোলিসের গুলিকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে, এফবিআই গুডের মৃত্যুর ঘটনার তদন্তে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং নিউইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী, তারা গুডের সম্ভাব্য “সক্রিয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক” খতিয়ে দেখছে।

এই ঘটনার পর থেকে ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা—এমনকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও—প্রমাণ ছাড়াই রেনে গুডকে “ঘরোয়া সন্ত্রাসী” বা “ভাড়াটে উসকানিদাতা” বলে আখ্যা দিয়েছেন।

তবে ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির সময় গুড তার গাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তাকে মুখে তিনবার গুলি করা হয়।

গুডের পরিবারের দাবি, তিনি তিন সন্তানের মা এবং ঘটনার দিন সকালে তার ছয় বছর বয়সী ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে ফিরছিলেন।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে প্রশাসনের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “তারা ভুক্তভোগীকেই সন্ত্রাসী বলছে এবং এজেন্টের কর্মকাণ্ডকে আত্মরক্ষা হিসেবে তুলে ধরছে। কোনো তদন্ত হওয়ার আগেই তারা সিদ্ধান্তে পৌঁছে গেছে।”

আইন বিশেষজ্ঞদের মতে, এই পদত্যাগগুলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নাগরিক অধিকার বিভাগের ক্রমাগত দুর্বল হয়ে পড়ার আরেকটি উদাহরণ। মে মাসে গার্ডিয়ান জানিয়েছিল, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগটি থেকে ২৫০ জনের বেশি আইনজীবী পদত্যাগ, বদলি বা আগাম অবসর নিয়েছেন—যা প্রায় ৭০ শতাংশ জনবল হ্রাসের সমান।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত