আপডেট :

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

        মিনেসোটায় চার্চের প্রার্থনা পণ্ড: আইসিই বিরোধী বিক্ষোভ তদন্তে মার্কিন বিচার বিভাগ

        স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

        লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৫

        রিভারসাইড কাউন্টিতে নিখোঁজ বন্ধুদের খুঁজতে গিয়ে মৃত্যু হলো এক হাইকারের

        গুলিতে নিহত ১৪ বছরের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, শোকাহত পুরো এলাকা

        মিনিয়াপোলিসে মোতায়েনের প্রস্তুতিতে ১,৫০০ মার্কিন সেনা, কর্মকর্তাদের তথ্য

মিনিয়াপোলিসে মোতায়েনের প্রস্তুতিতে ১,৫০০ মার্কিন সেনা, কর্মকর্তাদের তথ্য

মিনিয়াপোলিসে মোতায়েনের প্রস্তুতিতে ১,৫০০ মার্কিন সেনা, কর্মকর্তাদের তথ্য

ছবিঃ এলএবাংলাটাইমস

মিনিয়াপোলিসে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রায় ১,৫০০ জন মার্কিন সেনাকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সিবিএস নিউজকে জানান, আলাস্কায় অবস্থানরত এই সেনারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিকল্প, যদি তিনি শহরটিতে সক্রিয় দায়িত্বপ্রাপ্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন।

শনিবার মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-বিরোধী বিক্ষোভ চলাকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে এখনো আলাস্কা থেকে সেনা পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, এই ১,৫০০ সেনা আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে অবস্থানরত ১১তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্য।

এদিকে মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা বিক্ষোভকারীদের শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন। চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিসে এক আইসিই এজেন্টের গুলিতে মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনার পর থেকেই শহরজুড়ে বিক্ষোভ চলছে।

রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত সেনা পাঠানোর হুমকির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, শহরে ইতোমধ্যে বিপুল সংখ্যক ফেডারেল আইসিই এজেন্টের উপস্থিতি এক ধরনের “দখলদার বাহিনী”র মতো অনুভূত হচ্ছে।

ফ্রে বলেন, “আপনি যাই বলুন না কেন, যখন ৩,০০০ আইসিই ও বর্ডার কন্ট্রোল এজেন্ট শহরে থাকে, আর তার সঙ্গে ১,৫০০ সেনা পাঠানোর হুমকি আসে—তখন এটা সত্যিই শহরে আক্রমণের মতোই মনে হয়।”

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগের হুমকি দেন। এই বিরলভাবে ব্যবহৃত আইন অনুযায়ী, দেশের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সক্রিয় সেনা মোতায়েন করা যায়।

এরই মধ্যে এক ফেডারেল বিচারক মিনিয়াপোলিসে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইসিই এজেন্টদের জননিয়ন্ত্রণ কৌশল ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছেন। শুক্রবার বিচারক ক্যাথরিন মেনেন্দেজের আদেশে বলা হয়, শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন বিক্ষোভকারীদের গ্রেপ্তার বা পিপার স্প্রে করা যাবে না, এমনকি যারা আইসিই কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তারাও এর অন্তর্ভুক্ত।

তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই আদেশকে “কিছুটা হাস্যকর” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই রায় আমাদের কাজের ধরনে কোনো পরিবর্তন আনেনি। সহিংসতা হলে তবেই আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায়।”

এদিকে গভর্নর টিম ওয়ালজ মিনেসোটা ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রেখেছেন এবং বিক্ষোভের আগে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

৭ জানুয়ারি রেনি গুডের মৃত্যুর পর থেকেই মিনিয়াপোলিসে আইসিইর ব্যাপক অভিযানের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়। শহরের নেতারা জানান, গুড আইসিই কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন আইনি পর্যবেক্ষক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

তবে ট্রাম্প প্রশাসন তাকে “ঘরোয়া সন্ত্রাসী” বলে আখ্যা দিয়েছে।

রেনি গুডের মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক বিক্ষোভকারী “জাস্টিস ফর রেনি” লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন।

    এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত