মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢালিউড তারকাদের আবেগঘন পোস্ট
২০ লাখ টাকায় রফাদফা হলো এমপি-পুত্রের গাড়িচাপায় নিহতের ঘটনা!
মহাখালী ফ্লাইওভারে গাড়িচাপায় পথচারী সেলিম ব্যাপারী নিহতের ঘটনায় তার পরিবারের সঙ্গে ২০ লাখ টাকায় সমঝোতা করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। সমঝোতায় রাজি হয়ে দুর্ঘটনায় করা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতিও দিয়েছেন নিহতের পরিবার।
রোববার নিহত সেলিম ব্যাপারীর বোনের স্বামী আবদুল আলিম ও মেয়ে জামাই আরিফ ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
তারা বলেন, সেলিম ব্যাপারী যেখানে চাকরি করতেন, সেই নায়ার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেনের ডিওএইচএসের অফিসে বৃহস্পতিবার রাতে এই সমঝোতা হয়। সেখানে এমপি একরামুলের পক্ষে তার লোকজন উপস্থিত ছিলেন।
আবদুল আলিম জানান, সমঝোতা অনুযায়ী নিহত সেলিমের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এককালীন ২০ লাখ টাকা জমা করা হয়েছে এমপির পক্ষ থেকে। এছাড়া প্রতি মাসে সংসার খরচের জন্য তারা ২০ হাজার টাকা দেবে বলে জানিয়েছে।
সেলিমের মেয়ে জামাই আরিফ ভূঁইয়া বলেন, ইমরান স্যারের অফিসে আমাদের সঙ্গে সমঝোতা হয়। ইমরান স্যার আমাদের অভিভাবক, তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত অনুযায়ীই আমরা সমঝোতার জন্য রাজি হয়েছি।
তিনি আরো বলেন, টাকা-পয়সা দিয়ে তো জীবনের দাম হয় না। কিন্তু মামলা চালানোর মতো সক্ষমতাও আমাদের পরিবারের নেই। আর মামলা চালিয়েই বা কী হবে? তাই আমরা সমঝোতা করে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
যদিও সমঝোতার প্রস্তাবের বিষয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম ও তার স্ত্রী কামরুন্নাহার শিউলির সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এছাড়া মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারাও সমঝোতার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১০টার দিকে দিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরছিলেন সেলিম ব্যাপারী (৫২)। এ সময় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সেলিম ব্যাপারীর বাড়ি বরিশালে। তিনি মহাখালী ডিওএইচএসের এক ব্যক্তির গাড়ি চালাতেন।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাতে সেলিমকে চাপা দেয়া গাড়িটির নম্বর (ঢাকা মেট্রো গ-১৩-৭৬৫৫) জানতে পারে পুলিশ। গাড়িটির মালিকানা নিশ্চিত হতে বিআরটিএ-তে খোঁজ নেয়া হয়। পরে জানা যায়, গাড়িটির মালিক নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান কামরুন নাহার শিউলী। তার স্বামী একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ধাক্কায় সেলিম ব্যাপারী রাস্তায় পড়ে গেলে তার গায়ের ওপর সামনের দুই চাকা ওঠে যায়, ওই অবস্থায় ব্যাক গিয়ারে গাড়ি ঘুরাতে গিয়ে সেলিমকে দ্বিতীয়বার রাস্তায় পিষে ফেলা হয়। এরপর গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক।
তারা জানান, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন এমপির ছেলে শাবাব চৌধুরী। যদিও এমপির পরিবারের সবাই দাবি করেন, ঘটনার সময় শাবাব গাড়িতে ছিল না। গাড়িটি চালাচ্ছিল তাদেরই এক গাড়িচালক।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন