আলজাজিরার প্রতিবেদনে সাকিবের নির্বাচনী লড়াই
৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজ শহর মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা।
নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাগুরায় বেশ জনপ্রিয় এই ক্রিকেটার। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও উপস্থাপক রাফসান সাবাব এক সাক্ষাৎকারে সাকিবকে বলেছিলেন, 'বাংলাদেশের প্রতিটি জেলারই নিজস্ব বিশেষত্ব আছে। যেমন খাবার, পোশাক। এখানে মাগুরায়, আমি যখন কাউকে এর বিশেষত্ব সম্পর্কে জিজ্ঞাসা করি, তারা সবাই বলে সাকিব আল হাসান।'
এর উত্তরে বিরক্ত হয়ে সাকিব বলেন, 'হ্যাঁ, আমিও তাই বলতাম।' এতে রাফসান সাবাব ও উপস্থিত দর্শকরা হেসে উঠে। সাকিব মাঠ এবং মাঠের বাইরে বেশ আক্রমণাত্নক হিসেবে পরিচিত। তার এমন উত্তর সেটারই প্রতিফলন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যার কারণে মাগুরার মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। মাগুরার বিএনপির শীর্ষ নেতা আলী আহমেদকে আল জাজিরাকে বলেন, 'আপনি এটাকে নির্বাচন বলছেন? এটা সিলেকশন। এখনই সাকিবকে সংসদ সদস্য ঘোষণা করুন এবং আমাদের সমস্ত বিব্রতকর অবস্থা রক্ষা করুন।'
মুদি দোকানি ইউসুফ আলি আল জাজিরাকে বলেন, 'জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের আনন্দ কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। সবাই জানে সাকিবই এমপি হবে। কারণ কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফাঁকা মাঠে গোল দেওয়ায় কোনো গৌরব আছে কি? এখানে সাকিব জনপ্রিয় নয়। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিততেন না।'
বিএনপির শীর্ষ নেতা আলী আহমেদ বলেন, 'সাকিব নিঃসন্দেহে মাগুরার সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। মাগুরার মানুষ অত্যন্ত গর্বিত ছিল যে সাকিব খেলার মাধ্যমে বিশ্ব মানচিত্রে ছোট এই শহরের নাম রেখেছেন। যখন সাকিবের খেলা হয় তখন চায়ের স্টল, রেস্তোরাঁয় টিভি চালু করে একসঙ্গে বসে খেলা দেখে।'
কিন্তু সাকিব মাগুরা থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, 'সাকিব তার নিজ শহর থেকে বিচ্ছিন্ন। তিনি অহংকারী ও অসভ্য একজন মানুষ। কোনো রাজনৈতিক পদে থাকার ক্ষমতা নেই তার। আর এই নির্বাচনে অংশ নিয়ে সাকিব তার শেষ জনপ্রিয়তাটুকুও হারিয়েছেন।'
তবে মাগুরার তরুণরা সাকিবকে বেশ পছন্দ করে। ফার্মেসির মালিক নয়ন খান আল জাজিরাকে বলেন, মাগুরার তরুণরা সাকিবকে এমপি হিসেবে দেখতে খুব উচ্ছ্বসিত। ইর্ষা থেকে সাকিবকে কিছু মানুষ ঘৃণা করে। কারণ সাকিব ধনী এবং সফল। কিন্তু সেই সংখ্যা খুবই কম।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন