সাঁথিয়ায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুল বিশ্বাসকে চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
জানা যায়, ২০১৫ সালের ১৫ নভেম্বর মিরাজুল ইসলাম ঋণের টাকার বিপরীতে পাওনা ব্র্যাক ব্যাংক লিমিটেডকে একটি চেক প্রদান করেন। একই বছরের ২৭ ডিসেম্বর অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর টাকা পরিশোধের জন্য মিরাজুলকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়।
নোটিশ প্রেরণের পরেও অভিযোগকারীর পাওনা পরিশোধ না করায় মেসার্স মিরাজুল জুটের স্বত্ত্বাধিকারী মিরাজুলের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সিআর পিসিএর ২০০ ধারায় এবং আসামির বিরুদ্ধে এনআই এক্ট-এর ১৩৮ ধারায় অভিযোগ করলে অপরাধ আমলে নেন আদালত।
এদিকে আর-আতাইকুলা ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল দীর্ঘদিন এলাকায় না থাকার ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবিরতা নেমে এসেছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, আমি নতুন এসেছি, এ বিষয়ে জানি না। তবে সাজাপ্রাপ্ত হলে তিনি জনপ্রতিনিধি থাকতে পারবেন না। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/আতাইকুলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত জানান, এটা তার ব্যক্তিগত বিষয়। দলীয় কোনো বিষয় নয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন