দেশের শাসন কাঠামোর সব জায়গায় শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি
সংসদ থেকে স্থানীয় সরকার, শিল্প-কারখানা পরিচালনা পর্ষদ থেকে দেশের শাসন কাঠামোর সব জায়গায় শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছে জাগ্রত শ্রমিক বাংলাদেশ।
বুধবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে এক সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।
পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শ্রম অধিকারের যাত্রা শুরু হয়ে রাজধানীর পল্টন থেকে বিজয়নগর ঘুরে পুনরায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সংগঠনের অন্য দাবিগুলো হচ্ছে—শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। ৬ মাস অন্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে। শ্রমিকের নিরাপদ কর্ম-পরিবেশ, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাদ, জাগ্রত শ্রমিক বাংলাদেশের আহ্বায়ক রুবেল উকিল, সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁঞা প্রমুখ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন