ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে বিনা মূল্যে চিকিৎসাসেবা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। বদরুল আলম লাবু ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সিটি কর্পোরেশনের শ্যামপুর ও কদমতলী থানাধীন ওই ওয়ার্ডে এ সেবা দেওয়া হচ্ছে।
প্রতি শুক্র ও শনিবার ওয়ার্ডের আলমবাগ, পোস্তগোলা, জুরাইন, আলম মার্কেট, বালুর মাঠ এবং খন্দকার রোডসহ বিভিন্ন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনা মূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হচ্ছে।
আজ শনিবার (১১ মে) মোহাম্মদী নওজোয়ান ক্লাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল লাবুসহ এলাকার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই। এলাকার মানুষের জন্য আমাদের দায়িত্ব আছে। তাই যার যার অবস্থান অনুযায়ী সমাজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করে যেতে হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন