ঢাকার ধামরাইয়ে চারতলা একটি ভবন হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস
ঢাকার ধামরাইয়ে চারতলা একটি ভবন হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১১ মে) বিকালের দিকে পৌরসভার ঢুলিভিটার ধানসিঁড়ি মহল্লায় ওই ভবনটি হেলে পড়ে।
ভবনটির মালিক জিয়াউর রহমান সিকদার। তিনি একই এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস জানায়, বিকালের দিকে ওই ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। বিষয়টি শুরুতে স্থানীয়দের নজরে এলে তারা বাড়ির মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
স্থানীয়রা জানান, ভবনটি পাশের শামসুল হক নামে এক ব্যক্তির মালিকানাধীন ছয়তলা ভবনের দিকে কিছুটা হেলে পড়েছে। এরপরই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ভবনটিকে হেলে পড়া অবস্থায় দেখা যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন