বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিনে ১০৪ তরুণ কবির কবিতা সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশনি
সাহিত্যের ছোট কাগজ ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম সম্পাদিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিনে ১০৪ তরুণ কবির কবিতা সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে কবি অতনু তিয়াসকে কবিতায় ‘বঙ্গবন্ধু সম্মাননা’ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ মে) বাংলাদেশ শিশু একাডেমিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। একই মঞ্চে কবি নির্মলেন্দু গুণকে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা হিসেবে প্রদান করা হয়েছে উত্তরীয়, শংসাপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ।
লোক সম্পাদক কবি অনিকেত শামীমের হাত থেকে শংসাপত্র ও অর্থগ্রহণ করেন কবি অতনু তিয়াস। ছবি: ইত্তেফাক
সম্মাননা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে কবি অতনু তিয়াস বলেন, এই প্রাপ্তি আমার জন্য পরম আনন্দের এবং বিশাল গৌরবের।
এ ছাড়া ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা ২০২৪’ পেয়েছেন আরও তিনজন। কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিক, কবি আফরোজা সোমা এবং কবি ও গায়ক নীহার লিখন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিশু সাহিত্যিক আনজীর লিটন, কবি নাসির আহমেদ, কবি শিহাব শাহরিয়ার এবং জনপ্রিয় ছাত্রনেতা সাদ্দাম হোসেনসহ কবি-সাহিত্যিক ও সংস্কৃতিজন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন