শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
আবারো নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শনিবার (১ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৪৯৩ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন