চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর-রহমান এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে ৩৫ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাপ্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে ৩৫ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা
তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন