আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন, ৬ জনের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন লেগেছে। এ ঘটনায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন-এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় একজন জেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের ঘটনার সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, ভোরে রউনা দিয়ে ওখানে পৌঁছান তারা। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুণ যায়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন