আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম

দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম

ক্যালেন্ডারের হিসাবে আর দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম। বৃহত্তর রাজশাহী অঞ্চলে অধিকাংশ বাগানে শোভা পাচ্ছে আমের গুটি। এইদিকে চৈত্রের শুরুতে রাজশাহী অঞ্চলে দুই দফায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমের জন্য ভালো ইঙ্গিত বয়ে আনলেও ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে থেকে চলমান খরা ও মৃদু তাপপ্রবাহ আম উৎপাদনের জন্য অশনিসংকেত বলে জানিয়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা। 

সরেজমিনে দেখা যায় যে, এইবার বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বাগানে কলমের ছোট ও মাঝারি শতভাগ গাছে যেমন মুকুল এসেছিল, তেমনি শোভা পাচ্ছে আমের গুটি। বাগানের সবচেয়ে ছোট গাছের গুটি মটরদানার আকারে শোভা পাচ্ছে। বাগানের অধিকাংশ বড় গাছে আমের মুকুল ও গুটি হয়েছে অপেক্ষাকৃত কম। ইতিমধ্যে খরার কারণে বাগানের গুটি আম শুকিয়ে ঝরে যাচ্ছে। ইতিমধ্যে অভিজ্ঞ কৃষক ও কৃষি কর্মকর্তার পরামর্শে খরায় আমের গুটি ঝরে পড়া বন্ধে বাগানে সেচসহ বিভিন্ন পরিচর্যা চলছে। এছাড়াও ক্ষতিকর পোকা দমনে বাগানে কীটনাশক স্প্রে করা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আমচাষি বলেন, খরা ও মৃদু তাপপ্রবাহ ছাড়া এখন পর্যন্ত আবহাওয়া আমের অনুকূলে রয়েছে। তিনি আরও বলেন, খরা থেকে আমের গুটি রক্ষা ও বড় প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হতে পারে। 

এইবার আম মৌসুমের অন ইয়ার। অর্থাৎ বেশি ফলনের বছর। দ্রুত শীতকালের বিদায় হওয়ায় ৯০ শতাংশের বেশি গাছে মুকুল আসে। ঘন কুয়াশা কম থাকায় এবার মুকুলের তেমন ক্ষতি হয়নি। তবে চলমান খরা ও মৃদু তাপপ্রবাহে গাছে গাছে ঝুলে থাকা বিপুল সম্ভাবনার আমের গুটি শুকিয়ে ঝরে পড়তে শুরু করেছে। এ নিয়ে উদ্বিগ্ন আমচাষি ও ব্যবসায়ীরা। 

কৃষি বিভাগ সূত্র জানা যায়, চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের আট জেলার প্রায় ৯৩ হাজার হেক্টর আমবাগান মুকুল ও গুটিতে পরিপূর্ণ রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ৮৭ হাজার ৬০৪ হেক্টর এবং জয়পুরহাট, নাটোর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জের ৫ হাজার ৩৯৬ হেক্টর জমির আমবাগান থেকে সোয়া ১১ লাখ 
মেট্রিক টন আম উৎপাদন এবং ১০ হাজার কোটি টাকার কেনাবেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

রাজশাহীর পুঠিয়ার আমচাষি বলেন, তার ১০ বিঘার আমবাগান রয়েছে। গত ১৭ এবং ২০ ও ২১ মার্চের সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমপাতা ও গুটি ধুলাবালি মুক্ত হয়েছিল। আশা করা হয়েছিল, তাতে আমের গুটি ঝরে পড়া কমবে। কিন্তু তার পরের খরা ও মৃদু তাপপ্রবাহের কারণে এখন গুটি ঝরে পড়ছে। 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সম্পাদক মুনজের আলম মানিক বলেন, অন ইয়ারে বাগানে প্রচুর মুকুল হওয়ায় এবার আমে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে আমের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানি বাড়াতে হবে। রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, আমের গুটি ঝরে পড়া বন্ধ ও ক্ষতিকর পোকা দমনে বাগানে সেচের পাশাপাশি কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলনের আশায় সংশ্লিষ্টরা বাগান পরিচর্যা করে যাচ্ছেন। রাজশাহী কৃষি বিভাগের উপপরিচালক উম্মে সালমা বলেন, গাছে এখনো যে পরিমাণ গুটি রয়েছে, বড় দুর্যোগ না হলে আমের বাম্পার ফলন হবে। এতে আমচাষি ও সংশ্লিষ্টরা লাভবান হবেন। 

রাজশাহী অঞ্চলের কৃষির অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, আম উৎপাদনে উচ্চ এবং নিম্ন ফলনশীল বছর স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে ঘটে। গত বছর শীতকাল দীর্ঘ হওয়ায় আমের মুকুল দেরিতে আসে। যার প্রভাব উৎপাদনে পড়ে। এবার শীতকাল সংক্ষিপ্ত হওয়ায় আগাম মুকুলের আগমন বেশি ফলনের ইঙ্গিত দিচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত