গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে ৪ বছরের শিশুর প্রাণ গেল
গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত রবিউল ইসলাম ওই গ্রামের রেজাউলের ছেলে।
রবিউলের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে লিচু খাচ্ছিল রবিউল। এসময় লিচুর বিচি তার গলায় আটকে যায়। একপর্যায়ে শ্বাসরোধ হয়ে ছটফট করতে থাকে শিশুটি। টের পেয়ে রাত ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর বলেন, রাত ৯টার দিকে রবিউলকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়। তাছাড়া এই ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন