শাবি থেকে ছাত্রলীগ নেতা বদরুল আজীবন বহিষ্কার
সিলেট এমসি কলেজে খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেতা বদরুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বদরুলকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বদরুল এমসি কলেজ ক্যাম্পসে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
News Desk
শেয়ার করুন