আপডেট :

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

        দেড় মাস পর আবার খুলছে সুপ্রিম কোর্ট

        ২৫ আনসার সদস্য আহত, ১০ জন সিএমএইচে ভর্তি

        রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি: ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে পাকিস্তান

        সালমার তিন বিয়ে ও বিতর্ক: ফিরে দেখা জীবনের গল্প

        চায়ের দোকান থেকে বলিউড: ওম পুরির সিনেমার মতো জীবন

        বলিউড অভিনেত্রীর গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার বর্ণনা

        হোপের দাপটে বাংলাদেশের জয়ের আশা ঝুঁকিতে

        রিশাদের দাপটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

        বর্ধিত মাশুল স্থগিতে ব্যবসায়ীদের আন্দোলন, ৭ দিনের আল্টিমেটাম

        পিআর নিয়ে টালবাহানা সহ্য করবে না জনগণ: চরমোনাই পীর

        গাজার যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য ৬টি বড় বিপদ ডেকে আনল

        পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা

        নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: সরকার

        বিমানবন্দর দ্রুত চালুর প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা

শিগগিরই রদবদল আসছে মন্ত্রিসভায়

শিগগিরই রদবদল আসছে মন্ত্রিসভায়

শিগগিরই রদবদল আসছে মন্ত্রিসভায়। আর রদবদলে আসতে পারে বেশ কিছু নতুন মুখ। মন্ত্রিসভার রদবদলকে মাথায় রেখে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রায় ১২ জনের একটি তালিকা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। আটটি বিভাগ থেকে বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করে তৈরি করা হয়েছে এই তালিকা। তালিকা প্রণয়নের ক্ষেত্রে জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা ও উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সূত্র আরো জানায়, ডিসেম্বরে জাতীয় সংসদ অধিবেশনের আগেই মন্ত্রিসভার রদবদল হতে পারে। যদি অধিবেশনের আগে সম্ভব না হয় তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে রদবদল হবে। নতুন মুখ হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন কয়েকজন।

জানা গেছে, বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মন্ত্রিসভা থেকে ছিটকে পড়তে পারেন তিন মন্ত্রী। আর বার্ধক্যজনিত কারণে মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রী অবসর পেতে পারেন। নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন। আর মন্ত্রিসভায় থাকা কারো কারো মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে শুধু প্রতিমন্ত্রী রয়েছে সেসব মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে।

সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল মহলে খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রিসভায় নতুন মুখ আনার ক্ষেত্রে যেসব জেলায় আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা বা সরকারের কোনো মন্ত্রী নেই সেসব জেলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। দলীয় পদ-পদবি নেই তবে দলের জন্য নিবেদিত প্রাণ ও অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক হিসেবে পরিচিতদের মূল্যায়ন করা হতে পারে।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাতে থাকা তালিকায় পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁদপুর জেলার একজন করে নেতার নাম রয়েছে। আর বাদ পড়তে পারেন এমন তালিকায় রয়েছেন ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্যের নাম।

সরকার ও আওয়ামী লীগকে পৃথক করার প্রক্রিয়া হিসেবে মন্ত্রিসভায় থাকা আটজন দলের বিভিন্ন পদ থেকে বাদ পড়েছেন অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের মাধ্যমে।

আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, এ প্রক্রিয়ার অংশ হিসেবে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া দু-একজন মন্ত্রীকে দফতরবিহীন করা হতে পারে। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতিমণ্ডলীর সভা শেষে এমন ইঙ্গিতই দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে। কবে এ পরিবর্তন আনা হবে জানতে চাইলে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত