আপডেট :

        গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে

        হঠাৎ বেড়ে গেল প্রবেশ ফি, ট্রেইলার চালানো বন্ধ মালিকদের

        টেস্টের ছোঁয়া, টোয়েন্টির গতি—অদ্ভুত নিয়মে নতুন ফরম্যাট

        জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়াল গণফোরাম

        প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ

        যাত্রার আগে এনআইডি বাধ্যতামূলক করছে রেলওয়ে

        পূর্ণাঙ্গ পদ্ধতি না পেলে জুলাই সনদে সইয়ে অস্বীকৃতি এনসিপির

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

নতুন জাতীয় ঔষধ নীতি মন্ত্রীসভায় অনুমোদন

নতুন জাতীয় ঔষধ নীতি মন্ত্রীসভায় অনুমোদন

ঔষধ শিল্পের প্রসার ও নিয়ন্ত্রণে নতুন জাতীয় ঔষধ নীতি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় ঔষধ নীতি, ২০১৬’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশের ঔষধ এখন ১২২টি দেশে যাচ্ছে। এজন্য এখন ঔষধের মান নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা রয়েছে। দেশিয় কোম্পানি বিদেশি ঔষধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস (জিএমপি) এর সনদ পেয়েছে। স্কয়ার, ইনসেপটা, বেক্সিমকোসহ কয়েকটি প্রতিষ্ঠান ডব্লিউএইচও’র (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) সনদ পেয়েছে।’

২০০৫ সালে সর্বশেষ জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এরমধ্যে ১১ বছর পার হয়ে গেছে। এ দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এজন্য নতুনভাবে ঔষধ নীতি প্রণয়ন করা হয়েছে।’

ঔষধ শিল্পের প্রসারে সহায়ক ভূমিকার সঙ্গে সঙ্গে এ নীতির মাধ্যমে এ শিল্পকে নিয়ন্ত্রণও করা হবে বলে জানান শফিউল আলম।

তিনি বলেন, ‘ডব্লিউএইচও, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যুক্তরাজ্যের যে ঔষধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এদের যে চাহিদা আছে সেগুলো আমাদের নীতিমালায় সন্নিবেশ করা হয়েছে।’

বিদ্যমান আইন এবং বিধিমালার প্রয়োগ ও সংশোধন এ নীতির আওতায় করা হবে জানিয়ে শফিউল আলম বলেন, ‘কার্যকর, নিরাপদ ও মানসম্পন্ন ঔষধের সহজলভ্যতার বিষয়ে নীতিমালায় বলা হয়েছে। ঔষধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার, ঔষধের নিবন্ধন, ঔষধের কাঁচামাল উৎপাদন, জাতীয় ঔষধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (এনআরএ), ঔষধের বিজ্ঞাপন ও প্রচার নিয়ন্ত্রণ, স্বচ্ছ ও যৌক্তিকভাবে ঔষুধের মূল্য নির্ধারণ, দেশে নতুন প্রযুক্তি ও কারিগরি জ্ঞান স্থানান্তর, ঔষধ গবেষণা ও উন্নয়নে সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে নীতিমালায়।’

শফিউল আলম বলেন, ‘নকল, ভেজাল ও নিম্নমানের প্রস্তুত বিক্রয় ও বিতরণ রোধের বিষয়ে নীতিমালায় বিভিন্ন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন, ঔষধের মোড়ক বা ধারকের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এ বিষয়ে শাস্তি বিধান করবে আইন।’

মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার ঔষধের মূল্য তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নীতিমালা অনুযায়ী, জনগণের অবগতির জন্য সব ঔষধের খুচরা মূল্য ঔষধ প্রশাসন অধিদফতর প্রকাশ করবে। কেউ ঔষধের অতিরিক্ত মূল্য গ্রহণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত