আইনশৃঙ্খলা বাহিনীর জন্য জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করছে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাজধানীর শিশু একাডেমিতে রবিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, সারা পৃথিবীতেই জঙ্গি আছে। আমাদের এখানে জঙ্গি মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। তবে আমাদের এগুলো সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। সব সময় আমরা জঙ্গিদের অনুসরণ করে চলছি এবং তারা যে কোন সময় ধরা পড়বে। সবচেয়ে বড় কথা হলো জনগণ জঙ্গিবাদ রুখে দাঁড়িয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন